আমার বিমোহিত দৃষ্টি যেখানে এসে বিমূঢ় হয়
অপলক চেয়ে রয়, আমি তারে দেখে
নয়নে সৌন্দর্যের কাজল মেখে জিজ্ঞেস করি
তুমি কেন এত সুন্দর?
সে বলে, আমাকে নয় আসলে তুমি দেখছ ঈশ্বর।
তাহলে তুমি কে?
আমি স্রষ্টার সৃষ্টি এক মায়াবী আয়না।
আমাকে ছাড়া তাকে দেখা যায় না।
যে নারী ও নিসর্গে নিজেকে করেছ অর্পণ
আসলে তা স্রষ্টারই দর্পণ।
ফুল দেখে ভুল করি ঘ্রাণ দেখি না
স্রষ্টার আয়না দেখেও স্রষ্টাকে দেখি না
আসলে আমি সুন্দরের দর্শন বুঝি না।