Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


কলেজছাত্রীকে বিয়ে

পদত্যাগ করলেন আইডিয়ালের সেই মুশতাক

পদত্যাগ করলেন আইডিয়ালের সেই মুশতাক ছবি সংগৃহীত



 
আলোচনা-সমালোচনার পর অবশেষে পদত্যাগ করেছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই বিয়ে নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

গত বৃহস্পতিবার গভর্নিং বডির সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন তিনি।

খন্দকার মুশতাক আহমেদ বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে দাতা সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। এখন থেকে এ প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

জানা যায়, ২৫ মার্চ সিনথিয়া ইসলামকে বিয়ে করেন মুশতাক আহমেদ। তবে এ ঘটনা জানাজানি হয় গত জুনের শুরুতে। এর আগে অবশ্য আরও দুটি বিয়ে করেছিলেন মুশতাক আহমেদ, যা পরে ছাড়াছাড়ি হয়ে যায়। ওই পরিবারগুলোতে এক ছেলে, এক মেয়ে রয়েছে।

গত ৩১ মে ওই ছাত্রীকে নিপীড়নের অভিযোগে তদন্ত কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি)। কমিটির প্রধান করা হয় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়নি।

এর আগে সিনথিয়ার বাবা সাইফুল ইসলাম অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও এবং ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

পদত্যাগের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গভর্নিং বডির সভাপতি ও ডাক টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি বলেন, ‘তার পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স