Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

মাল্টায় চলতি বছরে অবৈধ অভিবাসীর ৬৫ শতাংশই বাংলাদেশি

মাল্টায় চলতি বছরে অবৈধ অভিবাসীর ৬৫ শতাংশই বাংলাদেশি ইউরোপগামী অভিবাসী বোঝাই নৌকা। ছবি : সংগৃহীত





 
চলতি বছরের শুরু থেকে ১৩ আগস্ট পর্যন্ত ইউরোপের দেশ মাল্টায় সমুদ্র পথে যতজন অভিবাসী প্রবেশ করেছে তার ৬৫ শতাংশই বাংলাদেশি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক প্রতিবেদনে এমনটাই ফুটে উঠেছে। এই সময়ের মধ্যে সবমিলিয়ে সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করে ২৩১ অভিবাসী। যার মধ্যে সর্বোচ্চ ১৪৯ জন (৬৫ শতাংশ) এসেছেন বাংলাদেশ থেকে। বাকিদের মধ্যে ২১ জন (৯ শতাংশ) সিরিয়া থেকে, ১৯ জন (৮  শতাংশ) গিনি থেকে, ১৭ জন (৭ শতাংশ) ক্যামেরুন থেকে, ১৩ জন (৬ শতাংশ) মিসর থেকে, ৫ জন (২ শতাংশ) সুদান থেকে এবং ৩ জন (১ শতাংশ) ফিলিস্তিনি ও দক্ষিণ সুদান থেকে।  এ ছাড়া বাকি একজনের জাতীয়তা অস্পষ্ট।

সম্প্রতি সমুদ্র পথে ইউরোপে অবৈধ অভিবাসন প্রত্যাশীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। মাল্টাও এর বাইরে নয়। যেখানে ২০২২ সালে দেশটিতে অভিবাসী এসেছিল ৭৫ জন। ২০২৩ এ এসে বছরের ৪ মাসেরও বেশি সময় বাকি থাকতেই গত বছরের তুলনায় অভিবাসনপ্রত্যাশী এসেছে ৩ গুণেরও বেশি।

এ ছাড়া ২০২৩ সালের প্রথমার্ধে দেশটিতে আশ্রয়ের জন্য ২৮২টি আবেদন পড়েছে। যার মধ্যে ২২৫টি আবেদন প্রথম এবং ৫৪টি ছিল ফলো-আপ এবং ৩টি পুনরায় আবেদন। আবেদনকারীদের মধ্যে শীর্ষ জাতীয়তা ছিল সিরীয়, সুদানি ও বাংলাদেশি। সূত্র : মাল্টা টুডে


ঠিকানা/এম

কমেন্ট বক্স