Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ছবি সংগৃহীত
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা এবং দেশব্যাপী বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদলের নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাধা হয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সোহাগকে হত্যা গত পরশু দিন করা হয়েছে, অথচ আজ ভিডিও সামনে এসেছে। ‘জাতীয়তাবাদী চাঁদাবাজ দল’ একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কি নতুন করে আবার আইয়্যামে জাহেলিয়াতের যুগে ফিরে গেলাম?

তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। সারা দেশ পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর লন্ডন থেকে ফোন আসে ‘বোন, আমি তারেক বলছি।’

তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না৷ যদি করেন, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের  নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল। কিন্তু মজলুম যদি জালিম হয়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে।

তিনি বলেন, আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশর বেশি মানুষকে খুন করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার চাই। এ সময় সংস্কার না করে নির্বাচন হবে না বলেও দাবি জানান বিন ইয়ামিন মোল্লা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স