আগামী ৯-১০ সেপ্টেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়টে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সম্মেলন। দুই দিনব্যাপী অনুষ্ঠেয় এই সম্মেলনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিউইয়র্ক সিটির মেয়রসহ বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং মূলধারার বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের অনেকেই অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি বাংলাদেশ থেকেও কিছুসংখ্যক অতিথি ও শিল্পী অনুষ্ঠানে আসবেন।
এ নিয়ে শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আমরা সম্মেলনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে আনছি। অনেক অতিথির কাছ থেকেই কনফারমেশন পেয়েছি যে তারা উপস্থিত থাকবেন। তিনি বলেন, লাগোর্ডিয়া ম্যারিয়টে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিপুলসংখ্যক মানুষ যোগ দেবেন বলে আশা করছি। এবার আমরা লেবার উইকেন্ডে অনুষ্ঠান করছি না। এ কারণে অনেকেই আসতে পারবেন। আমরা যখন সম্মেলন করছি, তখন অন্য কোনো বড় অনুষ্ঠানও নেই। তাই সবাই আমাদের অনুষ্ঠানে আসতে পারবেন।
তিনি বলেন, এবার শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন পবন দাস বাউল, বিন্দুকনা, তানজিন তিশা, সেলিম চৌধুরী প্রমুখ। আরও বেশ কয়েকজন শিল্পীকে আনার চেষ্টা চলছে।
আয়োজকেরা জানান, মেলায় প্রবেশমূল্য নেই। দুই দিনব্যাপী মেলায় থাকবে রকমারি স্টল, ট্যালেন্ট শো, ফ্যাশন শো, সেমিনার, কাব্য জলসা ও মেগা কনসার্ট। এখন স্টল বরাদ্দ চলছে। যারা আগেভাগে স্টল বরাদ্দ নিতে চান, তারা যোগাযোগ করতে পারেন ৬৪৬-৫৪৬-৬০৩৮ নম্বরে। প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটা থেকে। চলবে রাত বারোটা পর্যন্ত। লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের এই সম্মেলনে নিউইয়র্কবাসীর পাশাপাশি অন্যান্য স্টেট থেকেও মানুষ আসবে। বাংলাদেশ, আমেরিকা ছাড়াও কানাডা থেকে অতিথিরা আসবেন।