যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও ইমিগ্রেশন পরিষেবা (ইউএসসিআইএস) বর্তমানে এক নজিরবিহীন চাপের মুখে পড়েছে। তাদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১১ দশমিক ৩ মিলিয়ন (এক কোটির বেশি) পেন্ডিং ইমিগ্রেশন আবেদন জমে পড়েছে, যা যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের ব্যাকলগ ইতিহাসে সর্বোচ্চ।
২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, অনেক ধরনের আবেদন প্রক্রিয়াকরণের সময় বেড়ে গেছে। ফলে বহু আবেদনকারী প্রত্যাশার চেয়ে বহুগুণ বেশি সময় ধরে অপেক্ষা করছেনÑকেউ কেউ মাস নয়, বছরের পর বছর।
ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের সময় ইমিগ্রেশন জালিয়াতি শনাক্ত করতে কড়াকড়ি আরোপের ফলে অনেক আবেদন অতিরিক্ত যাচাইয়ের মধ্যে পড়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি চার্লস কাক বলেন, ‘ট্রাম্প প্রশাসন ইউএসসিআইএসকে কেস প্রসেসিং স্লো করতে বলেছে। ফলে দ্রুতই বিশাল ব্যাকলগ তৈরি হয়েছে। ২০২৮ সালের মধ্যে আমরা হয়তো এমন একটি সময়ে পৌঁছাব, যখন বৈধ ইমিগ্রেশন সিস্টেম কার্যত বিলুপ্ত হয়ে যাবে।’ এই ব্যাকলগের ফলে অভিবাসীরা আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। অনেক পরিবার ভিসা বা গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় বিপাকে পড়েছেন। যুক্তরাষ্ট্র অভিবাসন ব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে। এই পরিস্থিতি অভিবাসন নীতিতে পরিবর্তনের আহ্বান জানাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই ব্যাকলগ আরও মারাত্মক হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।