চলতি বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলের ভর্তি পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশি ইমিগ্র্যান্ট পরিবারের সন্তানেরা অনেক ভালো ফলাফল করছে। পরে তারা আইভি লিগসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাচ্ছে। সন্তানকে বিশেষায়িত হাইস্কুলে পড়ানো এবং আইভি লিগ বিশ্ববিদ্যালয়ে পড়ানো অনেক বাবা-মায়ের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য অভিভাবকেরা বিভিন্নভাবে সন্তানদের লেখাপড়ায় সহায়তা করে থাকেন। বিভিন্ন স্কুলেও সেভাবে প্রস্তুতি নেওয়া হয়।
মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুনের মতে, কোনো স্টুডেন্টকে বিশেষায়িত হাইস্কুল ও আইভি লিগে পড়ালেখার চান্স পেতে হলে তাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। স্টুডেন্টের পাশাপাশি বাবা-মাকেও দায়িত্ব নিতে হবে। আমরা সব ধরনের সহায়তা করে থাকি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। অনেকে স্কুলে ভালো ফলাফল করলেও বিশেষায়িত হাইস্কুলে ভর্তির পড়ালেখা সম্পর্কে ততটা জানে না। কীভাবে পড়লে চান্স পাবে, সেটাও পুরোপুরি জানে না। তারা একা একা প্রস্তুতি নিতে পারে না। আমরা স্টুডেন্টদের বিশেষায়িত হাইস্কুলে চান্স পাওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি। শনি ও রোববার দুই সেশন, সপ্তাহে চার ঘণ্টা করে ক্লাস হচ্ছে।
নিউইয়র্ক : মামুন’স টিউটোরিয়ালে প্যারেন্টস-টিচার কনফারেন্স।
তিনি আরও বলেন, আমরা বিশেষায়িত হাইস্কুলে ভর্তির ব্যাপারে আগের বছরের পরীক্ষাগুলোর প্রবলেম সলভ করে দিচ্ছি। সেই সঙ্গে শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি নিতে সহায়তা করছি। পরীক্ষার প্রশ্ন্ন কেমন হয় এবং কীভাবে উত্তর দিতে হবে, তা বুঝিয়ে দিচ্ছি। এ জন্য আমরা মডেল টেস্ট নিই। এতে করে পরীক্ষার হলে টাইম মেনটেইন করে শিক্ষার্থীরা সফলভাবে পরীক্ষা দিতে সক্ষম হচ্ছে এবং ভালো ফলাফল করছে।
সম্প্রতি মামুন’স টিউটোরিয়ালের প্যারেন্ট টিচার মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে শেখ আল মামুন বিশেষায়িত হাইস্কুলের পরীক্ষা, স্যাট পরীক্ষা, বিশেষায়িত হাইস্কুলে পড়ার সুযোগের পাশাপাশি আইভি লিগসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিয়ে কথা বলেন। মামুন’স টিউটোরিয়ালের সকল শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা মিটিংয়ে উপস্থিত ছিলেন।
শেখ মামুন বলেন, এবার যারা এইট গ্রেডে উঠবে, তাদের পরীক্ষা নভেম্বরে হবে। আমরা এখন এই পরীক্ষার প্রিপারেশন করাচ্ছি। আসলে যে যত বেশি আগে থেকে শুরু করবে ও পরীক্ষার প্র্যাকটিস করবে, সে তত ভালো ফলাফল করতে পারবে। আমরা স্যাটের প্রিপারেশন করানো ছাড়াও বিভিন্ন বিষয়ে স্টুডেন্টদের সহায়তা করে থাকি। এখানে ওয়ান টু ওয়ান সেবা দেওয়া হয়। তাই যারা আইভি লিগ কিংবা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তারা ভালো প্রস্তুতির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।