Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

রোমাঞ্চকর লড়াই শেষে জিতল পাকিস্তান

রোমাঞ্চকর লড়াই শেষে জিতল পাকিস্তান ছবি : ক্রিকইনফো
অবিশ্বাস্য, নাটকীয় ম্যাচ কী? তা হাড়ে হাড়ে দেখিয়ে ছাড়ল পাকিস্তান আর আফগানিস্তানের খেলোয়াড়েরা। রোমাঞ্চ ছড়িয়ে দিল পুরো লড়াইয়ে। জমজমাট লড়াই শেষে শেষ হাসি হাসল অবশ্য পাকিস্তানই। তাই তো জয়ের স্বপ্ন ভাঙায় আফগানিস্তান ডুবল হতাশায়।

শেষ ছয় বলে ম্যাচ ডিফেন্ড করতে ফজলহক ফারুকির হাতে ছিল মাত্র ১০ রান। আর পাকিস্তানের দরকার ছিল ১১ রান। কিন্তু ফজলহক পারলেন না। শাদাব খান ও নাসিম শাহ আদায় করলেন ১২ রান। তাতে জয়ের উৎসবে মাতলেন বাবর আজমরা।

১ বল হাতে রেখে এক উইকেটে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল পাকিস্তান এবং সেটা এক ম্যাচ হাতে রেখেই।

ইমাম উল হক ৯১ আর বাবর আজম ৫৩ রানের দারুণ দুটি ইনিংস খেলে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন। ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন ম্যাচসেরা শাদাব খান। ৯ উইকেট হারিয়ে ৩০২ রান তুলে দলকে জয়ের বন্দরে পৌঁছে তবেই মাঠ ছাড়েন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

আফগানদের হয়ে তিনটি উইকেট শিকার করেন ফজলহক ফারুকি। দুটি উইকেট নেন মোহাম্মদ নবি।

শ্রীলঙ্কার হাম্বানটোটায় দ্বিতীয় ওয়ানডেতে রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ২২৭ রানের (২৪১ বলে) দুরন্ত ওপেনিং জুটিতে ৫ উইকেট হারিয়েই ৩০০ রানের বিরাট পুঁজি সংগ্রহ করে আফগানরা।

ব্যাট হাতে নেমেই গুরবাজ বিধ্বংসী রূপ দেখাতে থাকেন। ঝলকটা ধরে রেখে খেলেন ক্যারিয়ারসেরা ১৫১ রানের দুর্বার এক ইনিংস। ১৫১ রানের ইনিংসটা সাজান তিনি ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায়। তার ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান সাজঘরে ফেরেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। মোহাম্মদ নবি এনে দেন ২৯ রান।

শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান নাসিম শাহ ও উসামা মির।

ঠিকানা/এনআই 

কমেন্ট বক্স