Thikana News
০৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলা

ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের  বড় ধরনের বিমান হামলা
ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে এ হামলা চালানো হয়।
আজ ৭ জুলাই (সোমবার) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ, রাস ইসা ও সাইফ বন্দর এবং  রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ হামলার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

এদিকে এ হামলার জবাবে ইয়ামেন থেকে দুটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ইয়েমেনের ভবিষ্যৎ তেহরানের মতোই হবে। যে কেউ ইসরায়েলকে আঘাতের চেষ্টা করবে, তাকে আঘাতের পাল্টা মূল্য দিতে হবে। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে ইসরায়েল-হামাস যুদ্ধের শুরু থেকেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করে আসছে। এছাড়া তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স