Thikana News
০৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

টেক্সাসে বন্যায় ২৭ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৭০

টেক্সাসে বন্যায় ২৭ শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ৭০ ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। এ ছাড়া আরও ২৭ কন্যাশিশু নিখোঁজ। তারা একটি ক্যাম্পে ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৬ জুলাই) সকালে শত শত অনুসন্ধানকারী টেক্সাসের মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যায় বেঁচে যাওয়াদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তাদের মধ্যে রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ শিশুরা। বন্যায় ইতিমধ্যে মৃতের সংখ্যা কমপক্ষে ৭০ জনে পৌঁছেছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে সেখানকার গুয়াদালুপ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দেয়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর ধারেই ছিল। ওই ক্যাম্পে ৭৫০ শিশু অবস্থান করছিল।

কাউন্টি পুলিশ কর্মকর্তা শেরিফ ল্যারি লেইথার মতে, কের কাউন্টির মেয়েদের গ্রীষ্মকালীন শিবির ক্যাম্প মিস্টিকের ১১ জন ক্যাম্পার এবং একজন কাউন্সেলর রোববার নিখোঁজ রয়েছেন।

শেরিফ আরও জানিয়েছেন, মৃতদেহ পাওয়া ২২ জনের এখনো পরিচয় জানা যায়নি, যার মধ্যে চার শিশুও রয়েছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, আমরা থামব না যতক্ষণ না আমরা সেই কেবিনে থাকা প্রতিটি মেয়েকে খুঁজে পাই।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, টেক্সাসের বন্যাদুর্গত অঞ্চলে আরও কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স