Thikana News
০৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

মেসির অবিশ্বাস্য জোড়া গোলে মায়ামির জয়

মেসির অবিশ্বাস্য জোড়া গোলে মায়ামির জয় ছবি : সংগৃহীত
নিজের সেরা সময়ে অবিশ্বাস্য সব গোল উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সেগুলো এখন সোনালি অতীত। বয়স হয়ে গেছে, ইউরোপ ছেড়ে খেলেন মার্কিন মুলুকে। তবে মেসি ক্যারিশমা যে একেবারে শেষ হয়ে যায়নি তার ঝলক দেখা গেল আরও একবার। বাংলাদেশ সময় রবিবার সকালে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল দিয়েছেন মেসি। তার মধ্যে প্রথম গোলটি ছিল চরম জাদুকরী, অবিশ্বাস্য।

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর আজ মেজর লিগ সকারে যাত্রা শুরু করেছে মায়ামি। আর এই ম্যাচেই মন্ট্রিয়ল সিএফকে ৪-১ গোলে উড়িয়ে দিল ক্লাবটি। মেসি ছাড়াও মায়ামির হয়ে গোল দিয়েছেন তাদেও আইয়েন্দে ও তেলাস্কো সেগোভিয়া।

অথচ এদিন নিজেদের মাঠে প্রথম এগিয়ে গিয়েছিল মন্ট্রিয়লই। দ্বিতীয় মিনিটেই গোল আদায় করেন মন্ট্রিয়লের জার্মান ফরোয়ার্ড প্রিন্স উসু। যদিও এরপর খেলায় ফিরতে থাকে মায়ামি। মেসিরা সমতায় ফেরেন ৩৩তম মিনিটে। মেসির টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের মাপা শটে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে।

প্রথমার্ধেই মায়ামি এগিয়ে যায় মেসির ৪০তম মিনিটের গোলে। রক্ষণভাগ থেকে উড়ে আসা বল হেড করে মেসিকে দেন লুইস সুয়ারেস। সেই বল পেয়ে ডান পাশ দিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন মেসি। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে তিনজনের জটলার ভেতর থেকে আচমকা শটে মন্ট্রিয়লের জালে বল পাঠান মেসি। 

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে সেগোভিয়ার দুর্দান্ত শটে বল মন্ট্রিয়লের জালে জড়ায়। তার দুই মিনিটে পরই মেসির আরেকটি জাদুকরী গোল। মাঝমাঠের একটু ওপরে সুয়ারেস আলতো করে বল বাড়ান তাকে। দুজনকে কাটিয়ে এগিয়ে যান মেসি। বক্সের ভেতর আরও দুজনকে কাটিয়ে জোরাল শটে গোল আদায় করেন তিনি। 

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ১৭ ম্যাচ ৩২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়ামি। লিগে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি। ক্লাব বিশ্বকাপের কারণে বেশ কিছু ম্যাচ কম খেলা হয়েছে মায়ামির। 

ঠিকানা/এএস

কমেন্ট বক্স