Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত 

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত 
ইউক্রেইন সীমান্তের কাছে হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান কর্মকর্তা মেজর জেনারেল মিখাইল গুদকোভ। রাশিয়ার সেনাবাহিনী একথা নিশ্চিত করে জানিয়েছে।

নৌ বাহিনীর ওই ঊর্ধ্বতন পদে গত মার্চ মাসেই গুদকোভকে নিয়োগ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় বলছে, পশ্চিমাঞ্চলের কুর্স্ক অঞ্চলে ইউক্রেইন বাহিনীর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িত থাকাকালে তিনি নিহত হয়েছেন। ওই অঞ্চলটির সঙ্গে ইউক্রেইনের সামি অঞ্চলের সীমান্ত রয়েছে। যুদ্ধাভিযান সম্পর্কে মন্ত্রণালয় বিস্তারিত আর কোনও তথ্য দেয়নি।

গত গ্রীষ্মে ইউক্রেইনের সেনারা হঠাৎ করেই কুর্স্কে ঢুকে পড়ে হামলা চালিয়োছিল। পরে রাশিয়ার হামলার মুখে ইউক্রেইনের বেশিরভাগ সেখান থেকে সরে যায়। তবে জুনে কিইভ জানিয়েছিল, কুর্স্কের ছোট্ট কয়েকটি এলাকা এখনও তাদের নিয়ন্ত্রণে আছে।

ইউক্রেইনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেকজান্ডার সিরস্কি বুধবার বলেছিলেন, রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে তারা পাল্টা হামলা শুরু করেছেন। সেখানেই যুদ্ধে মেজর জেনারেল গুদকভের মৃত্যুর খবর এল।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথম মস্কোর সশস্ত্র শাখার উপ-প্রধান স্তরের কোনও কর্মকর্তা নিহত হলেন। রাশিয়ার প্রাইমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো বলেছেন, একই হামলায় নিহত হয়েছেন আরও ১০ জন।

ওলেগ কোঝেমিয়াকো টেলিগ্রামে এই মৃত্যুর খবর জানান। গুদকোভকে তিনি খুবই কর্তব্যনিষ্ঠ একজন কর্মকর্তা হিসাবে বর্ণনা করে বলেন, তিনি দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন।

রাশিয়া এবং ইউক্রেইনের সামরিকবাহিনী-সংশ্লিষ্ট চ্যানেলের অনিশ্চিত কয়েকটি খবরে বলা হয়েছে, সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে করেনেভো শহরের কাছে একটি রুশ কমান্ড পোস্টে ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র হামলায় গুদকোভ নিহত হন।

ইউক্রেইন এই হামলার বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স