Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আনন্দ আয়োজনে সিলেট এমসি কলেজের বনভোজন

আনন্দ আয়োজনে  সিলেট এমসি কলেজের বনভোজন
নিউইয়র্কে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট এমসি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক্’র বার্ষিক বনভোজন। গত ২০ আগস্ট রোববার অনুষ্ঠিত এ বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট এমসি এন্ড গভ: কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর এস্টোরিয়া পার্কের খোলা মাঠে নানান আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। বনভোজনে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সিলেট এমসি এন্ড গভ: কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিণত হয় এই বনভোজন। দীর্ঘদিন পর সদস্যরা একত্রিত হওয়ার সুযোগে মেতে ওঠেন নানান আলাপচারিতায়। 
এদিন দুপুরে সম্প্রীতি ও সৌহার্দপুর্ণ পরিবেশে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি সফিক উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজুর পরিচালনায় বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আকমল হেসেন খান। দোয়া পরিচালনা করেন সহ সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী। 
এরপর পরিবেশন করা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রউফ (১৯৭৪-৭৫ শিক্ষাবর্ষ এম সি কলেজ), সাবেক রতন টাটা গ্রুপ ম্যানেজার এবং স্ট্যান্ডার্ড ব্যংকের এমডি সালেহ আহমেদ (১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষ এম সি কলেজ), সংগঠনের সহ সভাপতি আজিমুর রহমান বোরহান, সিনিয়র ট্রাস্ট্রি এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মুকিত চৌধুরী, ট্রাষ্টি মনজুর চৌধুরী, সাবেক ট্রাস্টি বেদারুল ইসলাম বাবলা, সাবেক ট্রাস্টি এম এ সালাম, সাবেক সভাপতি বেলাল উদ্দীন, মাহফুজুর রহমান বারী (বাংলাদেশ জীবন বীমা অফিসের জিএম), সাবেক নির্বাচন কমিশনার মইনুল হক চৌধুরী হেলাল, অনুষ্ঠানের গ্র্যান্ড স্পনসর আমেরিকান এটর্নি ভিলেমার, মিস ভিলেমার এবং অফিস ম্যানেজার নাজিয়া জাহান প্রমুখ। 
এটর্নি ভিলেমার তার বক্তব্যে বলেন, দুর্ঘটনায় পতিতদের তিনি আইনি সহায়তা প্রদান এবং সর্বোচ্চ ক্ষতিপুরণ আদায় করে থাকেন। এলামনাই সদস্যদেরকে বিশেষ গুরুত্ব দিবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে এটর্নি ভিলেমার উপস্থিত সবাইকে তার প্রতিষ্ঠানের নাম এবং লগো সম্বলিত টি-শার্ট উপহার দেন। আরও পৃষ্ঠপোষকতা করেন এমএন্ড হোম কেয়ার, ইমিগ্রেন্ট হোম কেয়ার, দাদা হোম কেয়ার,আপন এসোসিয়েটস এটর্নী হাছান মালিক, বিস্মিল্লাহ হজ এন্ড ওমরা গ্রুপ, সুয়ার্ডস এন্ড পিয়ারজ ল ফার্ম, বেঙ্গল ট্যাক্স, বর্ণাঢ্য এই আয়োজনে ছিল স্মৃতিচারণ, খেলাধুলা, র‌াফেল ড্র, সাংস্কৃতিক পরিশেনা ইত্যাদি। 
খেলাধূলায় নারীদের জন্য ছিল মিউজিক্যাল পিলো, ছেলে-মেয়েদের জন্য ছিলো নানা রকমের খেলা। সঙ্গীত পরিবেশন করেন কলেজের সাবেক ছাত্র ফারুক সিদ্দীকি। র‌্য‌াফেল ড্রতে প্রথম পুরস্কার ছিল নগদ ১০০০ ডলার (এম, সি, কলেজ এলামনাই) দ্বিতীয় পুরস্কার ৬৫” টেলিভিশন (গোল্ডেন প্যালেস) তৃতীয় পুরস্কার ল্যাপটপ এটর্নী মঈন চৌধুরী, চতুর্থ এ্যাপল ওয়াচ (ক্রীসেন্ট ইনসুরেন্স)সহ মোট ৮টি আকর্ষণীয় পুরস্কার। 

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত কলেজটির বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বর্ণাঢ্য উৎসবে। অনুষ্ঠানে উপস্থিত এম সি এবং সরকারী কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অনেকে সদস্য ফর্ম পুরণ করে সংগঠনের সাধারণ সদস্য পদ গ্রহণ করেন। সংগঠনের সভাপতি সফিক উদ্দীন চৌধুরী উপস্থিত সকলকে বনভোজনে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজু, বনভোজন উপকমিটির আহ্বায়ক মামুনুর রশীদ শিপু, সদস্য আজিমুর রহমান বোরহান, দেওয়ান শাহেদ চৌধুরী, সাখাওয়াত আলী, আর সি টিটু সহ কার্যকরী পরিষদের সকল সদস্যকে তাদের নিষ্ঠা, সততা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বনভোজনকে সফল করে তোলার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ পিকনিক আয়োজন সম্ভব হয়েছে। বক্তারা তাদের বক্তব্যে সিলেট এমসি এন্ড গভ: কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন। তারা বলেন, ঐতিহ্যবাহী এ কলেজের ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যার যার অবস্থান থেকে দেশ ও প্রবাসের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন এমন সুন্দর আয়োজনের জন্য। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
 

কমেন্ট বক্স