পেনসিলভিনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় ১৮-২০ আগস্ট শুক্র থেকে রোববার পর্যন্ত তিনদিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মহাদেশ থেকে আগত অর্ধ শতাধিক ইসলামিক স্কলাররা বক্তব্য রাখেন। রাস্তাগুলো বাংলাদেশিদের সরব পদচারণায় মূলত তিন দিন ফিলাডেলফিয়া শহরের ঐতিহাসিক পেনসিলভানিয়া কনভেনশন সেন্টার এলাকা ছিলো বেশ জমজমাট। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের আলোচিত ও মালয়েশিয়ায় অস্থায়ীভাবে বসবাসকারি ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজাহারিও। তাঁকে একনজর দেখা ও তাঁর বক্তব্য শোনার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে মানুষের সমাগম ঘটে।
এদিকে মুনার পক্ষ থেকে বলা হয়েছে প্রায় ২০ লাখ মুসল্লির এবারের মুনার সম্মেলনে অংশ গ্রহণ করেছেন। বিশেষ করে সম্মেলন শুরুর দুইদিন আগে ড. মিজানুর রহমান আজহারী অংশ নিচ্ছেন-এমন খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ বেড়ে যায়।

সম্মেলনে ইসলামি চর্চা ও আলোচনা ছাড়াও ছিল সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রেগ্রাম ও ইয়ুথ প্রোগ্রাম।
গত ১৮ আগস্ট শুক্রবার কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানের একসাথে জুম্মার নামাজ আদায় ও কুরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হয় মুনার কনভেনশন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫ হাজারের মতো নারী পুরুষ অংশ নেন। সম্মেলনের আর্কষণীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় শনিবার দিনব্যাপী । ১৮ আগস্ট শুক্রবার সম্মেলনে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল কমিটির সভাপতি হারুন অর রশীদ, মাওলানা মাহমুদুল হাসান, আব্দুস সালাম আজাদী, আহমেদ আবু ওবায়দুল্লাহ ও মাওলানা লুৎফর রহমান প্রমুখ।
মানবতার জন্য কোরআনের নির্দেশিকা শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তরুণের মধ্যে জনপ্রিয় স্কলারস ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর শিফা (আরোগ্য ও নিরাময়)। কোরআন হচ্ছে একটি কালজয়ী অলৌকিক ঘটনা (টাইমলেস মিরাক্কেল)। মহান রাব্বুল আল্লাহ তা’লার যেমন লয় নাই ক্ষয় নাই তেমনি কোরআনেরও কোন লয় নাই, ক্ষয় নাই।

নিউইয়র্ক : মুনার সম্মেলনে স্টল।
মুনা কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় ১৯ আগস্ট শনিবারের আলোচনায় অংশ নেন- ড. ওমর সুলাইমান, ড. আলতাফ হোসেন, হারুন অর রশিদ ও সাইখ আব্দুল নাসির জাগদা।
সম্মেলনে ড. মিজানুর রহমান আজহারী আরও বলেন, কোরআন না থাকলে পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি তা জানতে পারতাম না। ভবঘুরের মতো ঘুরে বেড়াতাম। খেতাম, কাজ করতাম, পৃথিবী আবাদ করতাম, উন্নয়ন হতো কিন্তু পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? তা কখনই জানতে পারতাম না। কোরআন আমাদেরকে সেটা পরিস্কার করেছে। আজহারী বলেন, কোরআন ব্যতীত সকল ধর্মগ্রন্থই নবীদের উপর একবারেই নাজিল হয়েছে। কিন্তু কোরআন নাজিল সম্পন্ন হতে সময় লেগেছে ২৩ বছর। কোরআন আমাদের আলোকিত জীবনের সন্ধান দেয়, উন্নতির দিকে নিয়ে যায়। অন্ধকারে হাতড়ে বেড়ানো মানবতাকে আলোকিত করে। কোরআন বিশ্লেষন করে দেখা যায় একটি ভূ-খন্ডের অক্ষর জ্ঞানহীন জাতি ও গোষ্টির পুরো জীবনধারাকে পাল্টে দেয় এই কোরআন।

নিউইয়র্ক : মুনার সম্মেলনে নামাজ আদায়।
এদিকে ১৯ আগস্ট শনিবারের সম্মেলন শেষে রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের মতামত জানতে চান কর্তৃপক্ষ। এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় মুনা নেতৃবৃন্দের সাথে। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ। মুনা সোসাল সার্ভির্সের ডাইরেক্টর আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন, মুনার অ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর ও মিডিয়া কালচারাল বিভাগের ডাইরেক্টর আনিসুর রহমান গাজী, কনভেনশনের কো চেয়ারম্যান ড. নকিবুর রহমান তারেক, জিয়াউল ইসলাম শামীম ও মুনা কনভেনশনের পাবলিসিটি ও মিডিয়া বিভাগের সদস্য রশীদ আহমদ। মতিবিনিময় সভায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ১৭জন সাংবাদিক উপস্থিত ছিলেন।