দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী মিতালী মুখার্জী নিউইয়র্কে আসছেন। গ্যালাক্সি মিডেয়া আগামী ২৬ আগস্ট জ্যামাইকার মেরি লুইস একাডেমি মিলনায়তনে আয়োজন করতে নিউইয়র্ক মাতাতে আসছেন যাচ্ছে ‘মিউজিক্যাল নাইট উইথ মিতালী মুখার্জী এন্ড বাদশা বুলবুল’।
‘এ জীবন তোমাকে দিলাম, বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও’, ‘ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়’, ‘যেটুকু সময় তুমি থাকো পাশে’-সহ শত শত জনপ্রিয় গান গেয়ে নব্বই দশকে আমাদের বিমোহিত করে রাখতেন।
সুকণ্ঠি মিতালী মুখার্জীর গাওয়া ‘এই দুনিয়া এখনতো আর সেই দুনিয়া নাই’ দুই পয়সার আলতা ছবির এই গানটি ১৯৮২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। মিতালী মুখার্জীর শিক্ষাজীবনের শুরু ময়মনসিংহের বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে। ময়মনসিংহের মুমিনুন্নিসা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করার পর তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে গুজরাটের মহারাজা সায়াজী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে অধ্যয়ন করতে যান এবং সেখান থেকে স্নাতক-স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কৃতিত্বের সাথে উত্তীর্ণের সাথে সাথে গোল্ড মেডেলও লাভ করেন। তিনি বারোদা এবং আহমেদাবাদের রেডিও এবং টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন এবং গুজরাটের বিভিন্ন শহরে কনসার্টে অংশগ্রহণ করতেন।
এরপর তিনি এমফিল করতে চলে যান মুম্বাই। সেখানে মুম্বাই দূরদর্শন এবং মুম্বাই রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। নিয়মিত কনসার্টে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি বাংলাদেশের চলচিত্রের জন্যও প্রচুর গান করেছেন। বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। ভারতে পড়ালেখা করাকালীন সময়ে পরিচিত হন খ্যাতিমান গজলশিল্পী ভুপিন্দর সিংয়ের সঙ্গে। ১৯৮৩ সালে বিয়ের পর ভারতেই স্থায়ী হন তিনি।
গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, রুচির দূর্ভিক্ষের প্রতিবাদে প্রবাসে সঙ্গীতের নান্দনিক ধারাকে শুদ্ধ পরিবেশনায় উপস্থাপন করতে গ্যালাক্সি মিডিয়া বদ্ধপরিকর। তারই ফলশ্রুতিতে মিতালী মুখার্জীর মত একজন জনপ্রিয় এবং গুণী শিল্পীকে নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন প্রিসিলা এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকবে আরটিভি।