Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


গরমে হাঁসফাঁস জনজীবন  জরুরি অবস্থা ঘোষণা 

গরমে হাঁসফাঁস জনজীবন  জরুরি অবস্থা ঘোষণা  ছবি: সংগৃহীত



 
শীতপ্রধান অঞ্চল নিউইয়র্ক। মাইনাস তাপমাত্রায় অভ্যন্ত এই শহরের মানুষ। অথচ গত কয়েক দিনের তীব্র গরমে নগরবাসীর প্রাণ ওষ্ঠাগত। গরম আবহাওয়া জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপমাত্রা ১০১ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অতীব তাপমাত্রায় স্বাস্থঝুঁকি বিবেচনায় নিউইয়র্ক  রাজ্য প্রশাসন জরুরি অবস্থা জারি করেছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। অনেকে কাজ করছেন ঘর থেকে। অনেকে কাজের ফাঁকে গাছের ছায়ায় নিজেকে শান্ত করছেন। তবে বেশিরভাগ মানুষ গরম থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করছেন। বাইরে চলাচলকারীদের হাতে হাতে পানির বোতল। 
এয়ার কন্ডিশনের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে চাপ পড়েছে। নিউইয়র্কের প্রায় ৫০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। ছিল লো-ভোল্টেজ। 
এদিকে তীব্র গরমে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বেশী। স্বাস্থ্য বিভাগ হিট অ্যাডভাইজরি জারি করেছে এবং প্রচুর পানি পান ও ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিয়েছে। তাইতো ডাবের দোকানে বিক্রি বেড়েছে।
তীব্র আবহাওয়া এবং বিপজ্জনক তাপপ্রবাহের মুখোমুখি হওয়ায় নিউইয়র্কের ৩২টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। জরুরি অবস্থার আওতাধীন কাউন্টিগুলোর মধ্যে রয়েছে: আলবেনি, ব্রঙ্কস, ব্রুম, চেনাঙ্গো, ক্লিনটন, কলাম্বিয়া, কর্টল্যান্ড, ডেলাওয়্যার, ডাচেস, এসেক্স, গ্রিন, কিংস, ম্যাডিসন, ন্যাসাউ, নিউ ইয়র্ক, ওনেইডা, অনোনডাগা, অরেঞ্জ, ওটসেগো, পুটনাম, কুইন্স, রেনসেলার, রিচমন্ড, রকল্যান্ড, সারাটোগা, সেকেনেক্টেডি, সাফোক, টিওগা, উলস্টার, ওয়ারেন, ওয়াশিংটন এবং ওয়েস্টচেস্টার।
আবহাওয়াবিদরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাবে এ ধরনের তীব্র গরম আগামীতে আরও বাড়তে পারে।
এদিকে রোববার ভোরে ধারাবাহিক তীব্র বজ্রঝড় বয়ে যায় নর্থ কান্ট্রি, সেন্ট্রাল নিউইয়র্ক, সাউদার্ন টিয়ার এবং ক্যাপিটাল অঞ্চলের উপর দিয়ে। এই ঝড়গুলোর ফলে তীব্র বাতাস, মুষলধারে বৃষ্টি, হঠাৎ প্লাবন, গাছ উপড়ে পড়া, প্রাণঘাতী টর্নেডো এবং ব্যাপক বিদ্যুৎ বিচ্ছিন্নতার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। প্রতি ঘণ্টায় দুই ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই স্যাচুরেটেড এলাকাগুলোতে আরও ২ থেকে ৪ ইঞ্চি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সেন্ট্রাল নিউইয়র্ক, সাউদার্ন টিয়ার এবং মিড-হাডসন অঞ্চলের কিছু অংশে এখনও হঠাৎ প্লাবনের গুরুতর হুমকি রয়েছে, বিশেষ করে ব্রুম থেকে শুরু করে উলস্টার ও সুলিভান কাউন্টিগুলোতে। 
রোবববার দুপুর পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় ৫০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের অনেক এলাকায় অনুভূত তাপমাত্রা ৯০ থেকে ১০৫ ডিগ্রির মধ্যে ছিল। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হতে পারে।
সাউদার্ন টিয়ার এবং সেন্ট্রাল নিউইয়র্কের কিছু কাউন্টিতে- যেমন ওনোনডাগা, শুইলার, কেমুং, টম্পকিন্স, টিওগা এবং ব্রুমÑ সোমবার সন্ধ্যা পর্যন্ত ‘চরম তাপ সতর্কতা’ জারি রয়েছে। এসব জায়গায় হিট ইনডেক্স ১১০ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্বাস্থ্যঝুঁকি এবং কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন?
দীর্ঘ সময় ধরে তীব্র গরম ও আর্দ্রতার কারণে শিশু ও বয়স্ক এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিরা হিট-সংক্রান্ত রোগের ঝুঁকিতে বেশি থাকেন। এছাড়া যাদের শীততাপ নিয়ন্ত্রণের (এসি) সুবিধা নেই তারাও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন। 
চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন - গরম না কমা পর্যন্ত নিরাপদে থাকার জন্য প্রচুর পানি পান করুন এবং যতটা সম্ভব শীতল জায়গায় থাকুন। দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে সকালের শুরুতে বা সন্ধ্যায় বাইরে কাজ সারুন।  কোনো অবস্থাতেই শিশু বা পোষা প্রাণীকে গাড়িতে একা ফেলে রাখবেন না। প্রতিবেশী ও পরিবারের খোঁজ নিন, বিশেষ করে যাদের এসি নেই। হিট এক্সহস্টন বা হিট স্ট্রোকের লক্ষণ- যেমন বিভ্রান্তি, মাথা ঘোরা, দ্রুত হার্টবিট দেখা দিলে অবিলম্বে ৯১১-এ ফোন করুন।

কমেন্ট বক্স