Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আমাদের কি আবার মুখোশ পরতে হবে?

আমাদের কি আবার মুখোশ পরতে হবে?
চলতি গ্রীষ্মে নিউইয়র্কে কোভিডের নতুন ভ্যরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। বিশে^র বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে এই ভ্যারিয়েন্ট। কোভিড আক্রান্তের সংখ্যাও বাড়ছে বেশ। এরই মধ্যে মানুষ আবার মুখোশ পরবে কি পরবে না- তা নিয়ে দ্বন্দ্বে আছে।  বিশ্বব্যাপী অনেক চিকিৎসক, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা আবার নাগরিকরা মুখোশ পরবে কি-না এই প্রশ্নটিরই মুখোমুখি হচ্ছে। কারণ কোভিড-১৯ এর সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী।
এদিকে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গত ১৭ আগস্ট বৃহস্পতিবার সতর্ক করেছে, বিএ.২.৮৬ নামে করোনাভাইরাসের একটি নতুন ‘অত্যন্ত পরিবর্তিত ভ্যারিয়েন্ট’ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।
নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্য গত ২ আগস্ট প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, কোভিড আক্রান্তের সংখ্যা পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাজ্যজুড়ে প্রতিদিন গড়ে ৮২৪ টি কেস রিপোর্ট করা হয়।
কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি কেবল নিউইয়র্কের মধ্যে সীমাবদ্ধ নয়: সিডিসি ৫ আগস্টের পূর্ববর্তী এক সপ্তাহে কোভিড আক্রান্ত ১০ হাজার ৩২০ জনকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে ভর্তি রেকর্ড করেছে। যা এর আগের সপ্তাহের তুলনায় ১৪.৩ শতাংশ বেশি। 
তবে, ‘গ্রীষ্মের ঢেউ’ সম্পর্কে উদ্বেগজনক শিরোনাম থাকা সত্ত্বেও অনেক ডাক্তার মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছেন।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার ডেভিড ডাউডি বলেছেন, ‘কোভিড সংক্রমণ কিছুটা বাড়লেও বিপৎঘণ্টা বাজানোর মতো কিছু নয়।’
যুক্তরাষ্ট্রসহ তিন দেশে অত্যন্ত পরিবর্তিত নতুন কোভিড ভেরিয়েন্ট চিহ্নিত করেছে সিডিসি। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্জ্য জলে কোভিড-১৯-এর ঘনত্ব নিরীক্ষণ করে খুব উদ্বেগজনক কিছু পাননি। 
নতুন নতুন ভ্যারিয়েন্ট আবির্ভূত হতে থাকলেও করোনাভাইরাসের কোনো একক স্ট্রেন প্রভাবশালী হিসেবে আবির্ভূত হয়নি। ডেল্টা বা ওমিক্রনের মতো মারাত্মক কিছু দেখা যায়নি।
তবে নিউইয়র্কে কোভিড সংক্রমণ ৫৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডাক্তাররা নতুন ব্যারিয়েন্টের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন।
সিডিসি সতর্ক করে দিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের কোভিড-১৯-এ গুরুতর সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণে তাদের হাসপাতালে ভর্তি করতে ও নিবিড় পরিচর্যার প্রয়োজন হতে পারে। এছাড়া ভেন্টিলেটর প্রয়োজন হতে পারে বা তারা মারা যেতে পারে। চিকিৎসা কর্মকর্তারা বলছেন, ‘ঘোষিত জরুরি অবস্থা শেষ হয়ে গেলেও, কোভিড এখনো ছড়াচ্ছে। এটি সম্ভবত বেশ কিছু সময়ের জন্য ছড়াতে থাকবে। তাই আপনি যদি সত্যিই অসুস্থ হতে না চান তবে আপনি একটি মুখোশ (মাস্ক) পরে নিজেকে রক্ষা করতে পারেন। কিন্তু এই মুহুর্তে, এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত।

কমেন্ট বক্স