Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প সংগৃহীত



 
কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার 'আগেই জানানোর জন্য' ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইভ প্রতিবেদনে ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আগেভাগে জানানোর জন্য, যার ফলে কোনো প্রাণহানি হয়নি এবং কেউ আহত হয়নি।

তিনি আরও বলেন, 'হয়তো ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি উৎসাহের সাথে ইসরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব।'

পৃথক আরেক পোস্টে ট্রাম্প বলেন, 'বিশ্বকে অভিনন্দন, শান্তির সময় এসেছে।'

পরবর্তী আরেক পোস্টে ট্রাম্প কাতারের আমিরকে 'এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় তিনি যা করেছেন তার জন্য' ধন্যবাদ জানান।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স