Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৮

ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৮ ছবি সংগৃহীত
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাতারিনা অঙ্গরাজ্যে একটি হট এয়ার বেলুনে আগুন লেগে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) ভোরে আটলান্টিক উপকূলীয় প্রাইয়া গ্রান্ডে শহরে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।

সান্তা ক্যাতারিনার সামরিক ফায়ার ব্রিগেড জানিয়েছে, ২১ জন যাত্রীবাহী পর্যটন বেলুনটিতে হঠাৎ আগুন ধরে বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জি১ প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেলুনটি অনেক উঁচু থেকে নিচে নামতে নামতে দাউদাউ করে জ্বলছে এবং আকাশে ধোঁয়া উড়ছে। এ দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সান্তা ক্যাতারিনার গভর্নর জর্জিনিয়ো মেলো এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমরা শোকাহত। একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এখনই নিশ্চিত নয় কীভাবে, কেন এই দুর্ঘটনা ঘটল—তা পরে দেখা যাবে। তবে এখন জরুরি হলো, প্রদেশের সব কাঠামো যেন উদ্ধার, চিকিৎসা ও পরিবারগুলোকে সহায়তায় সর্বোচ্চ কাজটা করতে পারে।’

তিনি আরও বলেন, দুর্ঘটনাস্থলে সহায়তা পাঠাতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রাইয়া গ্রান্ডে শহরটি হট এয়ার বেলুন ভ্রমণের জন্য সুপরিচিত। জুন মাসে সেন্ট জনসহ ক্যাথলিক সাধুদের উৎসব ঘিরে দক্ষিণ ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে বেলুন ভ্রমণ জনপ্রিয় হয়ে ওঠে।

জি১-এর তথ্য অনুসারে, গত রোববার সাও পাওলো রাজ্যে আরেকটি হট এয়ার বেলুন দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক নারী নিহত ও ১১ জন আহত হয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স