Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইরানের পরমাণু কর্মসূচিতে সহায়তা দেবে রাশিয়া : পুতিন

ইরানের পরমাণু কর্মসূচিতে সহায়তা দেবে রাশিয়া : পুতিন ছবি সংগৃহীত
শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে ইরানের। রাশিয়া এটি সমর্থন করে। তেহরানের পরমাণু শক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করবে মস্কো। সম্প্রতি স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইরানের শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। এতে আমরা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, পরমাণু কর্মসূচি সম্পর্কে কিছু নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা দরকার, যা এই চুক্তি আলোচনার অংশ হতে পারে।

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার বিষয়ে পুতিন উভয় পক্ষকেই নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বিরোধের সমাধানের জন্য কিছু পথ রয়েছে।

পুতিন আবারও বলেছেন, ইরান একাধিকবার ঘোষণা করেছে যে তাদের পারমাণবিক অস্ত্র অর্জন করার কোনো ইচ্ছা নেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাও এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি, যা ইরান পারমাণবিক অস্ত্র ধারণ বা অর্জনের চেষ্টা করছে এমনটা নির্দেশ করে।

তিনি রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার প্রতিরোধ করা উচিত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স