Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের গলিত মরদেহ উদ্ধার

পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের গলিত মরদেহ উদ্ধার ছবি সংগৃহীত
নিজ বাসা থেকে পাকিস্তানের প্রখ্যাত টেলিভিশন অভিনেত্রী আয়েশা খানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচির গুলশান-ই-ইকবাল ব্লকের নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগেই তিনি মারা গেছেন। অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৭। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ জানিয়েছে, আয়েশা খান কয়েক বছর ধরে একা থাকতেন। সামাজিক অনুষ্ঠানও এড়িয়ে চলতেন। তার বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কেউ দরজা খোলেনি। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে গেলে অভিনেত্রীর পচা–গলা দেহ দেখতে পায়।

১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদনজগতের এক সুপরিচিত নাম ছিলেন। তিনি ‘অরুসা’, ‘আফসান’, ‘শাম সে পেহলে’, এবং ‘ফ্যামিলি ৯৩’-এর মতো জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন।

এই দুঃখজনক খবরটি বৃহস্পতিবার অভিনেতা খালেদ আনাম তার ইনস্টাগ্রাম পোস্টে শেয়ার করেন। তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিংবদন্তি পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খান ইন্তেকাল করেছেন।’

পাকিস্তান আর্টস কাউন্সিলের প্রেসিডেন্ট আহমেদ শাহ বলেন, ‘আয়েশা খানের প্রয়াণ দেশের নাট্যজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স