Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

হামলার সাইরেনে ভীত হয়ে ইসরায়েলি নারীর মৃত্যু

হামলার সাইরেনে ভীত হয়ে ইসরায়েলি নারীর মৃত্যু ছবি সংগৃহীত
চলমান ইরান-ইসরায়েল সংঘাতে এবার হামলার সাইরেনে ভীত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক ইসরায়েলি নারী। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে।

এমডিএ জানিয়েছে, ৫১ বছর বয়সী ওই নারী মিসাইল হামলার সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন, সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান। দ্রুত সিপিআর ও চিকিৎসা চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে ইসরায়েলের হাইফাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর এবং ৫৪ ও ৪০ বছর বয়সী আরও দুই নারী রয়েছেন।

ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, ইরান সর্বশেষ ২৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ হামলায় মধ্য ও দক্ষিণ ইসরায়েলে কেউ আহত হয়নি।

গত ১৩ জুন শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘর্ষে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বেসামরিক হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে এবং যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। সূত্র : টাইমস অব ইসরায়েল

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স