Thikana News
০৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বার্সেলোনা  ঢাকা জেলা সোসাইটির জমকালো অভিষেক

বার্সেলোনা  ঢাকা জেলা সোসাইটির জমকালো অভিষেক
বকুল খান, স্পেন : তারুণ্যের উচ্ছলতা ছড়িয়ে দিয় বিদেশ মাটিতে দেশ ও মানুষের পাশে থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করে অভিজাত নগরী বার্সেলোনার ভিআইপি রেস্টুরেন্ট কর্দোভায় ১৪ জুন শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা জেলা সোসাইটির অভিষেক  অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব গঠিত সভাপতি আসলাম উদ্দিন বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন রায়হান খান ও  বাশিরুল ইসলাম সুমন|  শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  আব্দুল্লাহ আল মামুন।| 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথ অতিথি ছিলেন যথাক্রমে দীন মোহাম্মদ ইমাদুল, পলিটিক্যাল সচিব, বাংলাদেশ অ‍্যাম্বাসি মাদ্রিদ স্পেন, মোহাম্মদ মুহতাসিমুল ইসলাম, কাউন্সিলর বাংলাদেশ অ‍্যাম্বাসি মাদ্রিদ স্পেন, রামন পেদ্রো বেরনাউস, অনারারি কাউন্সিলর বাংলাদেশ অ‍্যাম্বাসি বার্সেলোনা শাখা, ড.নজরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা, আলাউদ্দিন হক নেছা, উত্তম কুমার, শফিকুর রহমান, সাজিদুর রহমান সোহেল, খুরশিদ আলম বাদল, করিম আলী প্রমুখ। 

অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় বার্সেলোনার তিন বিশিষ্ট ব‍্যক্তির হাতে।
হৃদয়ে বাংলাদেশ ধারণকারী রামন পেদ্রো বেরনাউসকে সুখ-দুঃখে বাংলাদেশিদের পাশে অবস্থানসহ বাংলা-ভাষাভাষীদের সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। তিনি স্প্যানিস ভাষায় বাংলাদেশের দুই রং বিশিষ্ট লাল সবুজ পতাকার ইতিহাস তুলে ধরেন।

বিদেশ মাটিতে বাঙালি নির্ভেজাল সমাজ গঠনে সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতার হাত প্রসারিত করে দেশকে এগিয়ে নেয়ার প্রয়াসে সময় উৎসর্গকারী হিসাবে ড. নজরুল ইসলাম  চৌধুরীর হাতে ক্রেস্ট প্রদান করা হয় । তিনি বলেন, সংগঠন হওয়া ভালো, তবে আমরা সাংগঠনিক অনেকে ভালো মানুষ চাই।

মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছাকে একজন দেশ প্রেমিক তথা বিদেশ মাটিতে স্বমহিমায় দেশীয় সাংস্কৃতির উৎকর্ষ সাধন ও সাংগঠনিক সহযোগিতার জন‍্য ক্রেস্ট প্রদান করা হয়। তিনি বলেন, আমরা বীরের জাতি। নির্ভেজাল একখণ্ড মাটির জন‍্য আমরা যুদ্ধ করেছি। আমাদের নির্ভেজালভাবে এগিয়ে যেতে হবে। তাই গঠনমূলক সংগঠনের প্রয়োজন। আশা রাখি আমরা এগিয়ে যাব।
অভিষিক্তরা হলেন- প্রধান উপদেষ্টা আলাউদ্দিন হক নেছা, উপদেষ্টা সৈয়দ হাসিবুর রহমান,ইমদাদুল হক আউয়াল,নাসির আহমেদ,মুকুল মনিরুল,দীপু,মনিরুজ্জামান মনির, সভাপতি আসলাম উদ্দিন বেগম, সিনিয়র সহ সভাপতি শামীম ব‍্যাপারী,সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান শিলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম,অর্থ সম্পাদক বশিরুল ইসলাম,মুখপাত্র রায়হান খান। 
কার্যকরী সদস্য আনিসুর রহমান আমিন, লিটন শেখ,আতাউর হোসেন, মাজিবুল ইসলাম, চৌধুরী পাভেব, বোরহান উদ্দিন,বাবু রাজ প্রমুখ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স