Thikana News
১২ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

কানাডার অন্টারিওতে জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত

কানাডার অন্টারিওতে জিয়ার শাহাদাৎবার্ষিকী পালিত



 
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কানাডার অন্টারিওতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম অব অন্টারিও কর্তৃক আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন  সভাপতি মিলাদ চৌধুরী। তাহমিনা চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক কানাডা বিএনপির উপদেষ্টা আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক একে আজাদ, পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সের পরিচালক মুমিনুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসরুল হোসেন, সাবেক চেয়ারম্যান ওমর ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন সরওয়ার হোসেন, ফরহাদ মিশু নির্বাহী সভাপতি সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল আলম চৌধুরী খোকন, আলীম হোসেন, সোহেল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ওমর ফারুক চেয়ারম্যান। আরো উপস্থিত ছিলেন গোলাম রাব্বী শুভ্র, মহিউদ্দিন, ফজলে প্রধান রুমু, মাহবুবুল হক দুলাল, আবদুল হামিদ চৌধুরী, জাহিদুল ইসলাম মুহিন প্রমুখ।

মুমিনুল হক মিলন বলেন, ১৯৭১ এবং ১৯৭৫ সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকায় অনুপ্রেরণা হিসাবে ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনকে উদ্বুদ্ধ  করেছিলেন।
জাকারিয়া চৌধুরী বলেন, বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিকালে জিয়া পরিবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আশা করি অতিশীঘ্রই অর্ন্তর্তীকালীন সরকার সঠিক রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছাবেন।
একে আজাদ বলেন, গত ১৭বছর বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল কিন্তু তারেক রহমানের সঠিক নেতৃত্বে আজ বাংলাদেশে সবচেয়ে বড় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
আবদুল মুহিত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন সফল সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন। তার ১৯ দফার পরিকল্পনা এবং বর্তমানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের ভবিষৎ রাজনীতি এবং অর্থনীতিতে কোন সমস্যা থাকবেনা।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স