Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

যেখানেই বাধাগ্রস্ত হব, সেখানেই জুলাইকে তুলে ধরতে হবে: নুর

যেখানেই বাধাগ্রস্ত হব, সেখানেই জুলাইকে তুলে ধরতে হবে: নুর ছবি : সংগৃহীত
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই আমাদের ঐক্যের প্রতীক, আমরা যেখানেই বাধাগ্রস্ত হব, সেখানেই জুলাইকে তুলে ধরতে হবে।’ ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

অন্তর্বর্তী সরকারের বিষয়ে নুরুল হক বলেন, ‘বর্তমান সরকারের অনেক কর্মকাণ্ডে আমরা হতাশ। খাদের কিনারে পড়া রাষ্ট্রের পুনর্গঠনের সুযোগ ছিল। এ জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার। আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি।’

গণ-অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘জাতীয় পার্টিসহ তথাকথিত ১৪ দলের সঙ্গে গণ-অধিকার কোনো আপোস করবে না। জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য দল।’ 

এর আগে গতকাল সোমবার শিক্ষার্থী-জনতার আন্দোলনের বর্ষপূর্তিকে সামনে রেখে চলতি জুলাইয়ে ১১ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে গণ-অধিকার পরিষদ। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স