Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ঈদ জামাত অনুষ্ঠিত ছবি সংগৃহীত
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি জামাতে অংশ নেন বন্দীরা। শনিবার (৭ জুন) সকাল সোয়া আটটার দিকে বন্দীদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে কারাগারে থাকা হাজারো বন্দী অংশ নেন।

এর আগে সকাল সাতটায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা প্রথম ঈদ জামাতে অংশ নেন।

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ কারাগারে বন্দীদের জন্য ঈদের বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে কারাগারের কয়েদিদের জন্য আটটি গরু ও ১০টি খাসি জবাই করা হয়।

কেরানীগঞ্জের বন্দীরা ঈদের দিন শুরুতেই সকালে নাশতায় পেয়েছেন পায়েস ও মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি (যারা গরু খাবেন না)। এ ছাড়া কোমল পানীয়, সালাদ, পান-সুপারি ও মিষ্টান্ন থাকবে। রাতে ভাত-মাছ ও আলুর দম।

আত্মীয়স্বজনদের মাধ্যমে আরপি গেটে উপহার ও সুভেনিয়রও বিতরণ করা হচ্ছে।

ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে বন্দীদের ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের পরের দিন বন্দীদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণ করা হবে।

এ ছাড়া ঈদের তৃতীয় দিন কর্মকর্তা-কর্মচারী ও সাধারণের অংশগ্রহণে প্রিজন ম্যারাথন-২০২৫ আয়োজন ও পুরস্কার বিতরণ, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স