Thikana News
১২ জুন ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

বন্যা, পুশইন এবং  ঈদ

বন্যা, পুশইন এবং  ঈদ



 
প্রিয় পাঠক, একটা লম্বা বিরতির পর আবারও ‘সিলেটের চিঠি’তে স্বাগতম। জাতীয় ও স্থানীয় পর্যায়ে নানাবিধ অস্থিরতা আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই কাটছে সিলেটের জনজীবন। সম্প্রতি এসব উদ্বেগের সাথে যোগ হয়েছে অতিবৃষ্টি, জলাবদ্ধতা আর বন্যা। পাশাপাশি সিলেট সীমান্তজুড়ে বৃদ্ধি পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক পুশ ইন আতঙ্ক। আর এর মধ্যেই এসেছে পবিত্র ঈদুল উল আযহা।পাঠক, গত সপ্তাহে টানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। অনেকের বাসা, বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। দুর্ভোগ নেমে আসে জনজীবনে। এদিকে, একই সময়ে ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদনদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ফলে মৌলভীবাজার, জকিগঞ্জ এবং বিয়ানীবাজারে বেশ কিছু অংশে বন্যা দেখা দেয়। কুশিয়ারা নদীর ভাঙনে জকিগঞ্জ উপজেলার প্রায় ১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে।  এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।  উজানের ঢলে কুশিয়ারার পানি বাড়তে থাকায়, শঙ্কা বাড়ছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিয়ানীবাজার  উপজেলার অন্তত ৮টি ইউনিয়নের বড় অংশ এখন পানিবন্দী। টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় পাঁচ শতাধিক কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একইভাবে মৌলভীবাজার সদর উপজেলার নিম্নাঞ্চলেও বন্যার্তদের মধ্যে দুর্ভোগ দেখা দিয়েছে। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে শুরু হয়েছে সরকারি সহযোগিতা প্রদান। এদিকে, বর্ষায় দুর্যোগ মোকাবেলায় সিলেট সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে গত ৩ জুন, মঙ্গলবার। সভায় আকস্মিক দুর্যোগ মোকাবেলা, বিশেষ করে বন্যা ও জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচতে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বন্যার পাশাপাশি সাম্প্রতিককালে সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে পুশ ইনের ঘটনা বাড়ায় স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। জানা যায়, গত এক মাসে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার ৩০২ কিলোমিটারজুড়ে বিস্তৃত সীমান্ত দিয়ে চার শতাধিক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী। যাদের মধ্যে অধিকাংশ সিলেটের বাহিরে দেশের অন্যান্য বিভাগের বাসিন্দা। আছে অজ্ঞাত পরিচয়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করেই সীমান্ত অতিক্রম করে এভাবে অজানা লোকজন প্রবেশ করায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ কেউ মনে করছেন, এদের মাঝে অপরাধী বা চোরাকারবারিও থাকতে পারে, যা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, পুশ ইন রোধে বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি। সেই সঙ্গে স্থানীয়দের সচেতন করতে ও নিরাপত্তার আশ্বাস দিতে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে জনসংযোগ কার্যক্রম। জানা গেছে, সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলাসহ তিনটি জেলায় আন্তর্জাতিক সীমান্তজুড়ে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করে সীমান্তের শূন্যরেখা থেকে ৫শ মিটার পর্যন্ত এলাকায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এতে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, গবাদিপশু পারাপার, অস্ত্র বা বিপজ্জনক বস্তু বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবুও থামছে না পুশ ইনের মতো ঘটনা। সম্প্রতি সিলেট সীমান্তজুড়ে আরও বেড়েই চলছে এরকম কার্যক্রম।  পাঠক, আর রাজনীতির মাঠ যথারীতি গরম তো আছেই। সর্বশেষ গত শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় শীর্ষ দুই নেতার বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে সিলেট বিএনপি এখন আলোচনায়। সেদিন তৃণমূলের নেতা-কর্মীদের সামনেই বাগ্‌বিতণ্ডায় জড়ান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। এ নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক এখনো চলমান। অন্যদিকে, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সিলেট- ১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের ঈদ শুভেচ্ছা সংবলিত বিলবোর্ড নজর কাড়ছে মানুষের। প্রিয় পাঠক, আজ এখানেই সমাপ্ত। আবারও কথা হবে। সবাই ভালো থাকুন, ‘ঠিকানা’র সাথে থাকুন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। 

কমেন্ট বক্স