Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত 

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত  ছবি : সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ) এর গুলিতে প্রদীপ পাল নামে (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে । তবে নিহত  যুবকের লাশ বিএসএফ সীমান্তের ওপারে নিয়ে গেছে বলে নিহতের পরিবার কুলাউড়া থানাপুলিশ কে জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১ টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে। নিহত প্রদীপ পাল দত্তগ্রাম এলাকার সৌরভ পালের পুত্র এবং পেশায় একজন লন্ডি ব্যবসায়ী ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে মোটোফোনে জানান, বিএসএফ প্রদিপেকে হত্যা করে তার লাশ ভারতে নিয়ে গেছে।  

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, নিহত প্রদিপের পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় যোগাযোগ করে বিএসএফ এর গুলিতে প্রদীপ নিহত হয়েছেন এবং লাশ ভারতে নিয়ে যাওয়ার তথ্য জানিয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে কুলাউড়া থানা পুলিশকে এখনো জানানো হয়নি।

এ ব্যাপারে ৪৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ,এস,এম, জাকারিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তারা লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিংয়ের অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদেরও কিছু জানানো হয়নি।

 

কমেন্ট বক্স