Thikana News
৩০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ৩০ জুলাই ২০২৫

ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও

রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২
ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও সংগৃহীত
ভারতের মণিপুর রাজ্যে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে; যার কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মণিপুরের মইরাং থেকে ৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্বে; আর মণিপুরের ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

গভীর রাতে ভূমিকম্পে অনেকেই জেগে উঠে ফেইসবুকে আতঙ্কের কথা বলেছেন। তবে দেশের ভেতরে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স