ভারতের মণিপুরে ভূমিকম্প, কাঁপল ঢাকাও

প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:৪৫ , অনলাইন ভার্সন
ভারতের মণিপুর রাজ্যে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে; যার কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ২টা ২৪ মিনিটে ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মণিপুরের মইরাং থেকে ৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপূর্বে; আর মণিপুরের ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩৫৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৬ দশমিক ৬ কিলোমিটার গভীরে।

গভীর রাতে ভূমিকম্পে অনেকেই জেগে উঠে ফেইসবুকে আতঙ্কের কথা বলেছেন। তবে দেশের ভেতরে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078