Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

বরিস জনসনকে রাজনীতিতে ফেরাতে  রাজি করাচ্ছে কনজারভেটিভ পার্টি

বরিস জনসনকে রাজনীতিতে ফেরাতে  রাজি করাচ্ছে কনজারভেটিভ পার্টি ছবি: সংগৃহীত





 
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির উচ্চপদস্থ সদস্যরা দলের 'নিম্ন জনপ্রিয়তার' মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনকে রাজনীতিতে ফিরে আসতে রাজি করাচ্ছেন। দ্য সান পত্রিকা দলীয় নেতাদের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
 
একটি সূত্র সংবাদপত্রটিকে জানিয়েছে, বরিস জনসনের আশেপাশের কিছু পুরনো 'গ্রুপ' আবার তাকে ফিরিয়ে আনার জন্য আলোচনা করছে।

দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, টোরির সদর দপ্তর জনসনের রাজনীতিতে সম্ভাব্য প্রত্যাবর্তনের ওপর কাজ করছে।
বর্তমানে দলটির 'কম জনপ্রিয়তার আলোকে' এই ধরনের আলোচনা আরও সক্রিয় হয়ে ওঠে বলে মনে করা হচ্ছে।

২০ মে গবেষণা প্রতিষ্ঠান 'YouGov' প্রকাশিত জরিপে দেখা যায়, কনজারভেটিভ পার্টি জনপ্রিয়তার দিক থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে। নাইজেল ফ্যারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছে, ২৯% উত্তরদাতা ভোট দিতে প্রস্তুত, তারপরে ক্ষমতাসীন লেবার পার্টি (২২%) এবং লিবারেল ডেমোক্র্যাটস (১৭%)।

প্রসঙ্গত, বরিস জনসন ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং টোরি পার্টির নেতা ছিলেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স