Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

টেস্টে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নিল ভারত

টেস্টে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নিল ভারত ছবি : সংগৃহীত



 
তিনটি নাম ঘুরে ফিরছিল—জাসপ্রিত বুমরাহ, শুভমন গিল ও ঋষভ পান্ত। ভারতের কোচ গৌতম গম্ভীর চাচ্ছিলেন তরুণ নেতৃত্ব। চোট থাকায় পদের তালিকায় বাদ পড়েছেন পেসার বুমরাহ। বাকি দুজন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই নেতৃত্বে। বিসিসিআই জানিয়েছে, ভারতের নতুন অধিনায়ক শুভমন এবং তার ডেপুটি পান্ত।

জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। শনিবার সাদা পোশাকের ৫ ম্যাচের সিরিজের স্কোয়াড জানিয়েছে বিসিসিআই। শুভমন-পান্তদের দায়িত্ব পাওয়ার সিরিজে নতুন মুখ সাই সুর্দশন, আর্শদ্বীপ সিং ও অভিমন্যু এসারান। দলে দীর্ঘ বিরতির পর ফিরেছেন করুন নায়ার। জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির।

ভারতের নতুন অধিনায়ক শুভমন গিল। তার ডেপুটি ঋষভ পান্ত। ইংল্যান্ড সিরিজ থেকেই পাচ্ছেন নতুন দায়িত্ব।
ইংলিশদের বিপক্ষে স্কোয়াড ঘোষাণার পর ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর জানান, গত কয়েক মাস ধরেই শুভমনকে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল। সেই সিদ্ধান্তটাই নেওয়া হল। শামির জায়গা না পাওয়ার কারণ হিসেবে, ফিটনেস সমস্যাকে তুলে ধরেছেন নির্বাচক প্রধান, ‘গত কয়েক মাসে প্রচুর চোটে ভুগেছে শামি। আমাদের মনে হয় না, ও পাঁচ ম্যাচ খেলার মতো জায়গায় রয়েছে। আশা করেছিলাম, কয়েক টেস্ট হলেও পাব। কিন্তু ওর মতো বোলারকে না পাওয়া খুবই কষ্টের।’

ভারত এ টিমে থাকলেও টেস্টের দরজা খোলেনি ঈশান কিষাণের। ঋষভের পাশাপাশি সিরিজে কিপারব্যাটার হিসেবে জায়গা করে নিয়েছেন ধ্রুব জুরেল। সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘ সময় পর প্রত্যাবর্তন হয়েছে নায়ার এবং শার্দূল ঠাকুরের। ফিরেছেন মোহাম্মদ সিরাজও। বুমরাহও আছেন স্কোয়াডে, তবে তাকে পুরো সিরিজে হয়ত পাওয়া যাবে না।

ভারতের বিপক্ষে সাদা পোশাকের দীর্ঘ সিরিজটি শুরু হবে ২০ জুন। লিডসে শুরু হওয়া সিরিজ শেষ হবে ওভালে। পঞ্চম টেস্টটি দ্য ওভালে বসবে জুলাইয়ের ৩১ তারিখে। ইংল্যান্ড এখনও ওই সিরিজের জন্য দল দেয়নি।

ইংল্যান্ড সফরের ভারত দল

শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক ও কিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইসরান, করুন নায়ার, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব ও আকাশ দ্বীপ।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স