Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ১৬





 
পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী। 

আজ ২০ আগস্ট (রবিবার) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এ ঘটনা ঘটেছে।  পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।

তিনি আরও বলেছেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই তাতে আগুন ধরে যায়।বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছিল।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স