প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশ চালাতে কোনো সমস্যা মনে হলে সব দলের প্রধানদের ডাকার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। অভিজ্ঞ মানানসই ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বানও জানান তিনি।
শুক্রবার (২৩ মে) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আশ্বাস ও বিশ্বাসের ঘাটতি হয় নাই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা বিভ্রান্তি ছড়িয়েছে—ড. ইউনূস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সে নেতা হয়ে আইনশৃঙ্খলাকে তোয়াক্কা না করে অপরাধীদের ছাড়িয়ে আনতে যায়, বাসা ঘেরাও করে, সচিব হটাও, ডিসি হটাও, এসপি হটাও এ ধরনের যেই নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদেরকে প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন।
তিনি অভিযোগ করে বলেন, এসব উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যার কারণে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। এই নাবালক উপদেষ্টাদের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ অনেকে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ নির্মাণ করে গণসমাবেশের আয়োজন করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মহাসড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা থেকে শুরু করে পথচারীরা। এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে৷ ঢাকা-সিলেট মহাসড়ক দেশে অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়। মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা সিলেট-মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি।
রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়ে নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোনো সমস্যা হবে না।
ঠিকানা/এনআই