Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

আরেকটি এক-এগারোর বন্দোবস্তের পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

আরেকটি এক-এগারোর বন্দোবস্তের পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৩ মে (শুক্রবার) ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

 

পোস্টে নাহিদ লেখেন, ‘বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে, বাংলাদেশেকে দুর্বল করে রাখার লক্ষ্যে।’

 

এক-এগারোর বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারো দিল্লি থেকে ছক আকা হচ্ছে দেশে অস্থিতিশীলতা তৈরি করার, দেশকে বিভাজিত করার। গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে।’

 

জনগণ ও সেনাবাহিনীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, বাংলাদেশপন্থি ও ধর্মপ্রাণ ছাত্র-জনতাকে সার্বভৌমত্ব, সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে।’

 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পোস্টে কয়েকটি দাবি তুলে ধরেন, সেগুলো হলো—

ড. ইউনূসকে জনগণকে দেওয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। উনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে।

 

জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে।

ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হবে।

 

নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে।

 

নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে।

 

নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একি সাথে দিতে হবে।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স