যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ তার পোস্টে আওয়ামী লীগ ও দিল্লির সঙ্গে ‘নর্থ’কে যুক্ত করেছেন। তবে এই নর্থ দ্বারা তিনি কী বুঝিয়েছেন, তা জানা যায়নি।
আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। আপনি হয়তো তাদের জোটভুক্ত হন, তবে সাময়িকভাবে আপনাকে তারা ব্যবহার করছে।
তিনি আরও বলেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আরকি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এদেশের ভাগ্য।
ঠিকানা/এনআই