নিখোঁজ ছয় ছাত্রদল নেতাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশ সূত্র বলছে, গত শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তার বাসায় গিয়েছিলেন সংগঠনের পাঁচ নেতা। এর পর থেকে তারা নিখোঁজ ছিলেন। বিএনপি ও পরিবার থেকে শুরু থেকেই দাবি করা হচ্ছিল, তাদের রাস্তা থেকে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, জিসানের বাসায় পৌঁছার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য দিচ্ছিল না।
১৮ আগস্ট শুক্রবার রাতে ওই ছয় ছাত্রদল নেতা নিখোঁজ হন। ১৯ আগস্ট শনিবার রাতে পুলিশ জানাল, তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে লালবাগ থানায় মামলা হয়েছে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশানের উপপুলিশ কমিশনার রিফাত রহমান শামীম বলেন, ‘আমরা তাদের কাছে অবৈধ অস্ত্র পেয়েছি। কীভাবে সেসব অস্ত্র তাদের হাতে এসেছে, সে বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
শুক্রবার আজিমপুর থেকে নিখোঁজ হন ছাত্রদলের ছয় নেতা। তারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার থাকার মতো সম্ভাব্য সব জায়গায় পরিবার ও সংগঠন খোঁজ নিলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে অন্য পাঁচ নেতা একত্রে আজিমপুরে জিসানকে খুঁজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদের ধরে নিয়ে যায়।
শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আগামী ছয় ঘণ্টার মধ্যে ছাত্রদলের ওই ছয় নেতাকে জনসমক্ষে হাজির করতে হবে। অন্যথায় এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার বিশেষ উদ্দেশ্য নিয়েই আবারও নতুন করে গুমের মতো মনুষ্যত্বহীন খেলা শুরু করেছে। তাদের (ছাত্রদলের নিখোঁজ ছয় নেতা) পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হলেও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গোয়েন্দা বিভাগ সেটি স্বীকার করছে না।’
ঠিকানা/এনআই