টিকটকের বিরুদ্ধে অনলাইন কনটেন্ট নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এক তদন্তের পর বৃহস্পতিবার সংস্থাটি এ অভিযোগ আনল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
কমিশন বলেছে, তাদের ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ নিয়ম মানতে ব্যর্থ হয়েছে চীনের বাইটড্যান্স কোম্পানির মালিকানাধীন টিকটক। এ নিয়ম অনুসারে, টিকটককে এমন এক তালিকা প্রকাশ করতে হত, যেখানে সব বিজ্ঞাপনের তথ্য থাকবে। এর মাধ্যমে ভুয়া বা প্রতারণামূলক বিজ্ঞাপন চিনতে পারবেন মানুষ ও গবেষকরা।
কমিশন আরও বলেছে, বিভিন্ন বিজ্ঞাপন সম্পর্কে দরকারি তথ্য দেয়নি টিকটক। যেমন– বিজ্ঞাপনের কনটেন্ট, কারা এসব বিজ্ঞাপন দেখছে ও কে এসবের জন্য অর্থ দিচ্ছে।
এদিকে, জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে টিকটক।
গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইন অনুসারে, বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি চীনা মালিকানাধীন বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই আইনের প্রয়োগ স্থগিত করে জানুয়ারিতে টিকটক বিক্রির সময়সীমা ১৯ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ট্রাম্প। গত মাসে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে টিকটকের নিষিদ্ধের সময়সীমা বাড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ঠিকানা/এসআর