Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

বিরোধ নিরসনে ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র

বিরোধ নিরসনে ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ছবি সংগৃহীত
দীর্ঘদিন ধরে চলমান পারমাণবিক বিরোধ নিরসনে ইরানের সঙ্গে চুক্তির কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর আগে কাতারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘দীর্ঘমেয়াদি শান্তির জন্য আমরা ইরানের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আমরা ইরানে কোনো পারমাণবিক সংকট তৈরি করতে যাচ্ছি না। আমার মনে হয়, আমরা এটি না করেই হয়তো একটি চুক্তি করার কাছাকাছি চলে এসেছি।’

ইরানের নতুন বিবৃতির ওপর ভিত্তি করে এমন আশাবাদ ব্যক্ত করছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু চুক্তির প্রত্যাশায় বৃহস্পতিবার তেলের দাম প্রায় ২ ডলার কমে গেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা গত রোববার ওমানে শেষ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আরও আলোচনার প্রত্যাশা করা হচ্ছে।

রোববার চতুর্থ দফা আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পরমাণু সমঝোতার প্রস্তাব দিয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে সরাসরি অবহিত অন্য দুটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে।

তবে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, কয়েক দশক ধরে চলা পরমাণু বিরোধ নিষ্পত্তির জন্য তেহরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব পায়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স