মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের দায়িত্ব গ্রহণের পর নানা কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন। নিউইয়র্ক সিটিকে সুষ্ঠুভাবে পরিচালনার অঙ্গীকার পূরণে আরও দৃঢ়তার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এরিক অ্যাডামসের ভাষ্য : নিউইয়র্ক সিটি সারা বিশ্বের মানুষের আবাসস্থল। এই শহওে আমরা বিভিন্ন খাবার খেতে পারি এবং বিভিন্ন ভাষায় কথা বলতে পারি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই কিছু জিনিস চাই। যার মধ্যে রয়েছে: চাকরি, আমাদের বাচ্চাদের জন্য ভালো স্কুল, জননিরাপত্তা এবং আমেরিকান স্বপ্নে বেঁচে থাকার সুযোগ। সেই স্বপ্নের কেন্দ্রীয় অংশ হলো সাশ্রয়ী মূল্যের একটি বাড়ি। তাই রাজ্য ও দেশের বাকি অংশের মতো আমাদের শহরে বিভন্ন আয়ের মানুষের জন্য আরও অনেক বেশি আবাসন তৈরি করা জরুরি।
বর্তমানে নিউইয়র্ক সিটিতে নতুন ভাড়াটেদের জন্য ১ হাজার ৫০০ ডলারের নিচে তালিকাভুক্ত অ্যাপার্টমেন্ট ১ শতাংশেরও কম রয়েছে। এটি ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ আগের তুলনায় অনেক বেশি পরিবার এবং শিশুর সাশ্রয়ী মূল্যের আবাসনের প্রয়োজন। আমি কঠোর পরিশ্রমী নিউইয়র্কবাসীর সাথে কথা বলেছি যারা তাদের পরিবারের জন্য ভাড়া বহন করতে হিমসিম খাচ্ছে। আমি আশ্রয়কেন্দ্র এবং তাঁবুতে বসবাসকারী ভাই ও বোনদের সাথে দেখা করেছি। কিন্তু আমি এটাও জানি যখন তারা সাশ্রয়ী মূল্যের একটি বাড়ির চাবি পায় তখন কী হয়। তারা যখন স্বপ্ন তৈরির একটি স্থিতিশীল ও নিরাপদ জায়গা পেয়েছে তখন আমি তাদের মধ্যে হাসি ও স্বস্তি দেখেছি। এ কারণেই আমাদের প্রশাসন আগামী দশকে নিউইয়র্কবাসীর জন্য ৫ লাখ নতুন বাড়ির একটি ‘মুনশট’ লক্ষ্য ঘোষণা করেছে। আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
আমরা সাশ্রয়ী মূল্যের আবাসন তৈরি ত্বরান্বিত করছি, আমাদের কাছে ইতিমধ্যেই থাকা হাউজিং স্টক সংরক্ষণ করছি, অব্যবহৃত অফিস স্থানকে বাড়িতে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ নিচ্ছি এবং নিউইয়র্কবাসীদের আশ্রয়কেন্দ্র থেকে বের করে দ্রুত স্থায়ী বাড়িতে নিয়ে আসার আমলাতান্ত্রিক বাধাগুলো অপসারণ করছি।
গত বছরে আমরা প্রায় ২৭ হাজার সাশ্রয়ী মূল্যের নতুন বাড়ি তৈরি ও সংরক্ষণ করেছি। আমরা ৯০-দিন অপেক্ষা করার নিয়ম তুলে নিয়েছি যাতে যারা আশ্রয়ে আছে তারা অবিলম্বে আবাসন ভাউচার পেতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী বাড়িতে চলে যেতে পারে। প্রকৃতপক্ষে এ বছর আমরা ভাউচার প্রোগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লোককে আশ্রয় থেকে স্থায়ী আবাসনে স্থানান্তরিত করেছি।
নিউইয়র্কের প্রতি ১৭ জনের মধ্যে একজন পাবলিক হাউজিংয়ে থাকেন। আমরা ঘণঈঐঅ ট্রাস্টের মাধ্যমে তাদের আরও ক্ষমতা দিচ্ছি, যা হাজার হাজার ঘণঈঐঅ বাসিন্দাকে তাদের নিজের ভবিষ্যতের কথা বলতে এবং অতি প্রয়োজনীয় মেরামতের জন্য বিলিয়ন ডলার ছাড় করার অনুমতি দেবে।
নতুন আবাসন নির্মাণের জন্য একটি কর প্রণোদনা (৪২১-এ) পাস করার জন্য আমাদের রাজ্য আইনসভা থেকে পদক্ষেপ নেয়া দরকার। গত বছর ৪২১-এ-এর উপর নির্ভরশীল প্রকল্পগুলো সমস্ত নতুন নির্মিত সাশ্রয়ী মূল্যের আবাসনের অর্ধেক তৈরি করেছে। নিউইয়র্কবাসীর জন্য খালি অফিসগুলোকে সাশ্রয়ী মূল্যের বাড়িতে রূপান্তর করতে আমাদের সাহায্য করার জন্য আইনসভার প্রয়োজন। রাষ্ট্রীয় আইন প্রণেতাদের সহায়তা ছাড়া আমরা গত বছর যে অগ্রগতি করেছি তা স্থবির হয়ে পড়বে। আমরা পুরোনো রাষ্ট্রীয় প্রবিধানগুলোকে সরিয়ে দেয়ার বিষয়েও কাজ করছি যা মিডটাউন ম্যানহাটনের মতো জনাকীর্ণ এলাকায় আমাদের আরও আবাসন তৈরি করতে বাধা দেয়। এছাড়া রাজ্যের আইন প্রণেতারা যাতে প্রয়োজনীয় আইনের মাধ্যমে আমাদের সমর্থন করার জন্য তাদের ভূমিকা পালন করেন- এটা নিশ্চিত করতে আমরা কোনো প্রচেষ্টাই বাকি রাখছি না।
নিউইয়র্ক সিটির মতো জায়গায় আরও সাশ্রয়ী মূল্যের বাড়ি তৈরি করা সহজ নয়। এটি করার জন্য আপনার সৃজনশীলতা এবং অধ্যবসায় প্রয়োজন। কিন্তু শিশু বয়সে কেউ গৃহহীনতার প্রান্তে বসবাস করলে তার বাড়ি নামের বসবাসের জায়গা থাকা কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। আপনার নিজের একটি বাড়ি থাকাটাই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এ কারণেই সব নিউইয়র্কবাসীর জন্য বাড়ি সরবরাহ করা আমাদের প্রশাসনের লক্ষ্য।