বাংলাদেশ লিবারেশেন ওয়ার ভেটেরান্স ১৯৭১, ইউএসএ ইনকের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় নবান্ন পার্টি সেন্টারে জ্যাকসন হাইটসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ জানান সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন। বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারেন্স ১৯৭১ ইউএসএ ইনকে্র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করে মাওলানা ইমাম কাজী কায়্যূম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপিস্থত ছিলেন বাংলাদেশ কনসুলেটের নিউইয়র্কের কলসাল জেনারেল ড. মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে থাকার কথা ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ২১ শে পদক প্রাপ্ত লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. নূরন নবী। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, লেখক ও সাংবাদিক বেলাল বেগ, নিউ আমেরিকান ডেমোক্রাটিক ক্লাব এর সভাপতি ও মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুদ্দিন আযাদ, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আযাদ, ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, স্থায়ী মিশনের ১ম সচিব নাসির উদ্দিন।
অতিথিদের তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেস্টা ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১ ইউএসএ’র উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সাংসদ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সাংসদ এর সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র, বীর মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের্যান্স ১৯৭১ ইউএসএ এর উপদেষ্টা সুলতান আহমেদ, নিউইয়র্ক স্টেট কমান্ড ব্রঙ্কস এর সাবেক কমান্ডার ও বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের্যান্স ১৯৭১ ইউএসএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন।
অতিথি বক্তা হিসাবে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা শরাব সরকার, সুলতান আহমেদ। সংগঠনের পক্ষ থেকে প্রবন্ধ পাঠ করেন-বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ শাহনাজ, ছাত্রলীগের সাবকে সভাপতি এ জেড খান জয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, আরো বক্তৃতা করেন স্বীকৃতি বড়ুয়া, আবুল কাশেম, সাঈদ।