Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের ছবি : সংগৃহীত
ইউক্রেনে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানায়, ৮ মে সকাল থেকে ১১ মে পর্যন্ত ‘সমস্ত সামরিক অভিযান’ বন্ধ থাকবে। খবর বিবিসির 

তবে এখনও ওই যুদ্ধবিরতির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েকদিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে ১৯শে এপ্রিল ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স