Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


শাহনেওয়াজকে অব্যাহতি দিলেন গিয়াস আহমেদ

শাহনেওয়াজকে অব্যাহতি দিলেন গিয়াস আহমেদ নিউইয়র্ক : বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ।



 
উত্তর আমেরিকার দেশ কানাডার টরেন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১-৩ সেপ্টেম্বর। ১ সেপ্টেম্বর শুক্রবার টরন্টোর ডন ভ্যালি হোটেলের কনভেনশন সেন্টারে অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হবে অপেন স্ট্রিটে। 
এদিকে ফোবানা এক্সিকিউটিভ কমিটি থেকে এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজকে অব্যাহতি দিয়েছে এ ফোবানা। জিআই রাসেলকে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 
গত ১২ জুলাই শনিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান গিয়াস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোবানার অন্যতম উপদেষ্টা ডা. মাসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ফোবানা কর্মকর্তা আবু দারা (কানাডা), সৈয়দ এনায়েত আলী, জিআই রাসেল, খোন্দকার ফরহাদ, কাজী ওয়াহিদ এলিন, কিউ জামান, জাহাঙ্গীর জয়, তৈমুর জাকারিয়া, তারেক হাসান খান ও শাহাদত হোসেন রাজু।
শাহ নেওয়াজকে অব্যাহতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু দারা বলেন, শাহ নেওয়াজের পা ধরেছিলাম ঐক্যবদ্ধভাবে ফোবানা করার জন্য। কিন্তু তাকে আনতে পারলাম না। তবে এখনও আলোচনা চলছে। সম্মেলনের আগের দিন পর্যন্ত আমরা শাহ নেওয়াজের জন্য অপেক্ষা করবো। গঠনতন্ত্রের ৬(ই) ধারা মতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।

কমেন্ট বক্স