Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

চারদিকে ফোবানা সম্মেলনের ছড়াছড়ি

আপনি যাচ্ছেন কোনটায়?
চারদিকে ফোবানা সম্মেলনের ছড়াছড়ি নিউইয়র্ক : সংবাদ সম্মেলনে ফোবানার নেতৃবৃন্দ।
এ বছর লেবার ডে উইকেন্ডে (১-৩ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে দুটি, কানাডার টরন্টোতে দুটি এবং মন্ট্রিয়ালে ৩৭তম ফোবানা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। প্রত্যেকটি ফোবানাই আসল, এমন দাবি করে আয়োজকরা প্রচার চালাচ্ছেন জোরেশোরে। কিন্তু বাস্তবতা ভিন্ন। ফোবানা ভাঙতে ভাঙতে এখন কমপক্ষে ৫টি হয়েছে। অর্থাৎ এ বছর ৫টি ফোবানা সম্মেলন হচ্ছে।
তাই ফোবানার প্রসঙ্গ উঠলেই বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা চলছে- কে কোন ফোবানায় যাচ্ছেন। 
টরেন্টোতে গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানা অনুষ্ঠিত হবে  ১-৩ সেপ্টেম্বর ডন ভ্যালি হোটেলে। ১ সেপ্টেম্বর শুক্রবার হোটেলের কনভেনশন সেন্টারে তা উদ্বোধন হবে। কালচারাল ইভেন্ট অনুষ্ঠিত হবে অপেন স্ট্রিটে। গত ১২ জুলাই শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানা নেতৃবৃন্দ এ  সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডা. মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ, ফোবানা কর্মকর্তা আবু দারা (কানাডা), সৈয়দ এনায়েত আলী, জিআই রাসেল খোন্দকার ফরহাদ, ওয়াহিদ কাজি এলিন, কিউ জামান, জাহাঙ্গীর জয়, তৈমুর জাকারিয়া, তারেক হাসান খান ও শাহাদত হোসেন রাজু।
এক প্রশ্নের জবাবে গিয়াস আহমেদ বলেন, আমরা গতানুগতিক ফোবানা থেকে বেরিয়ে আসছি। ফোবানাকে গণমুখী করাই লক্ষ্য। এতে ১০ থেকে ২০ হাজার বাংলাদেশি অংশ নেবেন। কালচারাল ইভেন্টে ২০ হাজার লোকের জায়গা হলের ভেতর হবে না। তাই বাইরে করা হচ্ছে। উদ্বোধন ও সেমিনার কনভেনশন সেন্টার ও হোটলে  অনুষ্ঠিত হবে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, টরেন্টোতে স্মরণকালের বড় ফোবানা আগামী ১, ২, ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টরেন্টো সিটি হল থেকে অনুমোদন নিয়ে চারটি স্ট্রিট বন্ধ করে ওপেন এয়ার কনসার্ট, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দেশের শ্রেষ্ঠ শিল্পী এবং কলা কুশলীরা এতে অংশ নেবেন। 
এবারের ফোবানা সম্মেলনে শিল্পীদের মধ্যে থাকবেন বেবী নাজনীন, মমতাজ, পবন দাস বাউল, সেলিম চৌধুরী, প্রতীক হাসান, তাহমিনা মিম, বিন্দু কনা, অভিনেত্রী তানজিন তিশাসহ একঝাঁক শিল্পী। বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে মেলবন্ধনের মাধ্যমে দেশীয় সংস্কৃতি, আচার আচরণ এবং ব্যবসা বানিজ্যের প্রসারের লক্ষ্যই হবে এবারের মহাসম্মেলনের।
এদিকে টরেন্টোর শেরাটন সেন্টার টরেন্টো হোটেলে ৩৭তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১-৩ সেপ্টেম্বর লেবার ডে উইকেন্ডে। টরেন্টের প্রাণকেন্দ্র সিটি হল ও ইটন সেন্টারের সামনে এই বিলাসবহুল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘প্রবীণের অহংকার তারুণ্যের জয়গান’ শ্লোগান নিয়ে ফোবানা কনভেনশনের প্রস্তুতি এগিয়ে চলেছে। গঠিত হয়েছে ফোবানা কনভেনশন ২০২৩ পরিচালনা পরিষদ। যার চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস মিয়া, কনভেনর আব্দুল আজাদ ও মেম্বার সেক্রেটারি রিমন ইসলাম। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউর রহমান প্রধান পৃষ্ঠপোষক,মাহবুবব রব চৌধুরী চিফ কনসালটেন্ট,নজরুল ইসলাম মিন্টো চিফ অ্যাডভাইজার ও আহমেদ হোসেন চিফ কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। পুরো কনভেনশনের দেখভাল করছেন ফোবানার স্টেয়ারিং কমিটির চেয়ারম্যান আলী ইমাম, এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ ও ভাইস চেয়ারম্যান কাজি আজম। 
কনভেনশনে অংশগ্রহনকারি শিল্পীরা হলেন এস আই টুটুল, রিজিয়া পারভিন, রানো নেওয়াজ, মোস্তফা অনিক রাজ, লাবণী, একে আজাদ ও খোন্দকার ইসমাইল প্রমুখ।
এদিকে এই সম্মেলনকে সফল করতে এক সভা অনুষ্ঠিত হয় গত ১৭ জুলাই ড্যানফোর্থ এরিয়ার রেডহট রেস্টুরেন্টে। 
ফোবানা কনভেনশন ২০২৩’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক বাবলু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফোবানা কনভেনশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম মিন্টো ও প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার রেজাউর রহমান।
সভায় কনভেনশনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রস্তুতি সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন কনভেনর আবুল আজাদ, চিফ কো-অর্ডিনেটর আহমেদ হোসেন ও মেম্বার সেক্রেটারি রিয়েলটর রিমন ইসলাম।
এদিকে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’ বা ফোবানার ৩৭তম সম্মেলন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে। কানাডার মন্ট্রিয়েল শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যবারের মতো এবারো একঝাঁক দেশ ও প্রবাসের তারকা শিল্পীরা এই ফোবানায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ৩৭তম ফোবানা সম্মেলনেই কনভেনার দেওয়ান মনিরুজ্জামান এবং সদস্য সচিব হাফিজুর রহমান।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, ইমরান, বালাম, মীর সাব্বির, বিন্দু কনা, নায়িকা রাশিদা জাহান, লাভলী দেব, মুজা, মৌসুমী মৌসহ আরো অনেকে। এছাড়াও দেশের প্রবাসের নানা সমস্যা ও সমাধান নিয়ে সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। সেমিনার এবং সিম্পোজিয়ামে দেশের ও প্রবাসের বরেণ্য রাজনীতিবিদ শিক্ষাবিদসহ গুণীজনেরা অংশগ্রহণ করবেন।
৩৭তম ফোবানাকে ঘিরে মন্ট্রিয়ালসহ কানাডার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা বেশ লক্ষণীয়। তরুণদেরকে নিয়ে সাজানো হয়েছে নানা আয়োজন। মন্ট্রিয়ালে অনুষ্ঠিতব্য ৩৭তম ফোবানা সম্মেলন সম্পর্কে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, সেপ্টেম্বরের ১ থেকে ৩ তারিখ ফোবানার ৩৭তম সম্মেলন হবে। ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসারে সাহায্য করা। এর সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা। তিনি আরো বলেন, এবারের সম্মেলনটিতে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ওপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী করা হবে। আরও থাকবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের ইতিহাস। উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার ও প্রসারে সাহায্য করাই ফোবানার মূল লক্ষ্য। সেইসঙ্গে বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের ভেতর সাংস্কৃতিক ও ব্যবসায়িক সেতু বন্ধন তৈরি করা। 
৩৭তম ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব মন্ট্রিয়াল।
ডালাসের টেক্সাসে ৩৭তম ফোবানা সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব টেক্সাস (ব্যান্ট)। লেবার ডে উইকেন্ডে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতৃত্বের বিরোধে ডালাসেও দুটি ফোবানা সম্মেলন হচ্ছে। বিষয়টি আদালতেও গড়িয়েছে।

কমেন্ট বক্স