Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মহাসমারোহে চলছে ‘বরবাদ’

মহাসমারোহে চলছে ‘বরবাদ’ ছবি: সংগৃহীত
এস কে ফিল্মস ইউএসএর ব্যানারে ‘বরবাদ’ সিনেমাটি ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেয়েছে। এ উপলক্ষে ফরেস্ট হিলের একটি সিনেমা হলে বরবাদের প্রিমিয়াম শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়াম শোতে আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। তবে কিউ গার্ডেন্স সিনেমাস সিনেমা হলে ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে শতাধিক দর্শক সিনেমাটি দেখার জন্য গেলেও দেখতে পারেননি। কেউ কেউ নিয়েছেন রিফান্ড আর কেউবা নিয়েছেন বদলি টিকিট। সিনেমাটি দেখতে না পেরে তাদের অনেকেই হতাশ হন। 
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি এখন মহাসমারোহে চলছে। এই সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আছে। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সী দর্শকই সিনেমাটি দেখছেন। সূত্র জানায়, কিউ গার্ডেন্স সিনেমাস হলে ১৮ এপ্রিল শুক্রবার সিনেমাটির প্রথম প্রদর্শনী ছিল বিকেল পাঁচটায়। সেখানে একটি হলে দুটি শো হওয়ার কথা ছিল। দ্বিতীয়টি রাত আটটায়। পাঁচটার শোতে প্রথম দুই সারি ছাড়া প্রায় সব সিট ছিল পরিপূর্ণ। অনেক মানুষ টিকিট কেনার চেষ্টা করেও কিনতে পারেননি। কিন্তু যারা অনেক কষ্ট করে সিনেমার টিকিট কিনেছেন, তারাও সিনেমাটি দেখতে পারেননি। ব্যর্থ হয়ে ফিরে যান। এর মূল কারণ ছিল সিনেমাটি প্রদর্শন করা সম্ভব হয়নি। মূলত সাউন্ডে সমস্যা ছিল। কোনোভাবেই সাউন্ড শোনা যাচ্ছিল না। অন্যান্য সিমেনার ট্রেলার ও বিজ্ঞাপন ঠিকঠাকমতোই চলছিল। কিন্তু ‘বরবাদ’ চালানোর সঙ্গে সঙ্গে শোঁ শোঁ শব্দ করছিল। এত বিকট শব্দ যে একজন দর্শক বলেন, হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। তিনবার হল কর্তৃপক্ষ সিনেমাটি চালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। একজন দর্শক বলেন, শাকিব খানের সিনেমা হওয়ায় আমি মূলত দেখতে এসেছি। এর আগে শাকিব খানের তুফান সিনেমা দেখেছিলাম। তুফান সিনেমায় রাজনৈতিক পটপরিবর্তনের অনেক বড় মেসেজ ছিল। এর মাধ্যমে বলা যায়, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বদলে গেছে। কারণ ওই সিনেমায় দেখানো হয় এমন একটি দলকে তুফান ক্ষমতাসীন করে যে ওই দল চিন্তাই করেনি তারা ক্ষমতা পাবে। ৮ আগস্ট বাংলাদেশে নতুন সরকার আসে। এবারও দেখতে এলাম। তাই দেখতে চেয়েছিলাম এই সময়ে নতুন সরকারের আমলে কেমন সিনেমা বানানো হলো। আর নতুন সরকারের আমলে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি কোন পর্যায়ে দাঁড়িয়েছে।
আরেকজন দর্শক বলেন, সিনেমাটির প্রথম দৃশ্যটাই ছিল একজন টিচার বোর্ডে লিখছেন। এই সময়ে একজন ছাত্র হঠাৎ করেই তার ক্লাসে পাশে বসা এক ছাত্রীর গালে কিস করে। কিস করার পর মেয়েটি তা টিচারকে বলে। এ সময় টিচার ওই ছাত্রকে বেত্রাঘাত করতে থাকেন। একপর্যায়ে ছাত্রটি রেগে গিয়ে জ্যামিতি বক্সের কম্পাসের কাঁটা দিয়ে টিচারকে খুন করে। এরপর টিচারের স্ত্রী ছাত্রটির বিষয়ে নালিশ নিয়ে আসে...। এরপর আর সিনেমাটি দেখা যায়নি। তিনবার চালালেও তিনবারই একই দৃশ্যই চালানো হলো। তিনি বলেন, আমি চিন্তা করতে পারি না, একটি সিনেমার প্রথম দৃশ্যে এমন একটি নেতিবাচক দৃশ্য কী করে হয়? দৃশ্যটি আঁতকে ওঠার মতো। মনে রাখতে হবে, এই দৃশ্য দেখানোর মাধ্যমে অন্য স্টুডেন্টদের এ ধরনের হত্যাকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে কি না। আসলে ভায়োলেন্স দেখানো নিয়ন্ত্রণ করা উচিত। এমন সিনেমা তৈরি করতে হবে, যেখান থেকে মানুষ নেতিবাচক নয়, বরং ইতিবাচক কিছু শিখতে পারবে। একটি সিনেমা একটি সমাজের আয়না।
যারা অনলাইনে টিকিট কিনেছেন, তাদের টিকিটের দাম পড়েছে ১৮ ডলার। ফেরত পাওয়ার সময় কিছুটা কম পাওয়ায় একজন দর্শক বলেন, বেশি দিয়ে টিকিট কিনলাম, এখন আবার কম ফেরত পাচ্ছি। অর্থ ও সময় লস, সেটা তো আছেই, আবার সিনেমাও দেখতে পারলাম না। তিনি তার স্ত্রীকে টিকিট বদলে অন্য দিন নিতে বলেন। একে এক বিকেল সাড়ে পাঁচটার পর থেকে ওই হলটি খালি হতে থাকে, দর্শকরা ফিরে যান। সিনেমাটি পরিবেশনার সঙ্গে সম্পৃক্ত গ্যালাক্সি মিডিয়ার সিইও বদরুদ্দোজা সাগর জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করে। প্রবাসীরা বরবাদ দেখার জন্য আগ্রহী। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় ইন্টারন্যাশনালি রিলিজ হয়েছে। এখন পর্যন্ত ভালোই দর্শক সাড়া ফেলেছে।
এদিকে ১৭ এপ্রিল বৃহস্পতিবার নিউইয়র্কের ফরেস্ট হিলস্থ সিনেমার্ট সিনেমাস হলে অনুষ্ঠিত হয় বরবাদের গ্র্যান্ড প্রিমিয়ার শো। নিউইয়র্কের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন মিডিয়া কর্মীগণ এই গ্র্যান্ড প্রিমিয়ার শোতে উপস্থিত হন। অনেকেই সিনেমার কাহিনি, নির্মাণশৈলী ভিডিওগ্রাফি, বিশেষ করে শাকিব খানসহ কলাকুশলীদের অভিনয়ের প্রশংসা করেন।
এস কে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশনস এবং গ্যালাক্সি মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই সিনেমা হলে দুই সপ্তাহ ‘বরবাদ’ চলচ্চিত্রটি প্রবাসীরা উপভোগ করতে পারবেন। নিউইয়র্কের দর্শকরা কিউ গার্ডেন্স সিনেমাস এবং সিনেমার্ট সিনেমাস হলে সিনেমা দেখতে পারবেন। কিউ গার্ডেন্স সিনেমাস হলে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় সিনেমাটি প্রদর্শিত হবে। ফরেস্ট হিলের সিনেমার্ট সিনেমাস হলে শুক্রবার থেকে প্রতিদিন কয়েকটি করে প্রদর্শনী দর্শকরা তাদের সুবিধামতো সময়ে উপভোগ করতে পারবেন।

কমেন্ট বক্স