Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটিতে ‘কর্মমুখী শিক্ষা’ চালু হবে : তারেক রহমান

স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটিতে ‘কর্মমুখী শিক্ষা’ চালু হবে : তারেক রহমান তারেক রহমান। ছবি : সংগৃহীত
স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি (সামার ভ্যাকেশন) চলাকালে ‘কর্মমুখী শিক্ষার কোর্স’ চালু করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

লেখাপড়ার পাশাপাশি দেশপ্রেম ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার জন্য স্কাউট, বিএনসিসি, ‘নলেজ বেইজড’ শিক্ষা, খেলাধুলা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করার ব্যাপারেও আগ্রহের কথা জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আপনারা যাদের নিয়ে কথা বলছেন, তারা জাতির ভবিষ্যৎ। তারা যদি ডিসিপ্লিন হয়, তাহলে দেশ এগিয়ে যাবে। স্কুলে স্কাউট, বিএনসিসি ছিল। এর মাধ্যমে বাচ্চারা ডিসিপ্লিন থাকত।’

‘আমার ইচ্ছা আছে, আমরা যদি আগামী দিনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে এই বিষয়গুলো পুরোদমে চালু করব।

তারেক রহমান আরো বলেন, ‘স্কুল-কলেজে সামার ভ্যাকেশনটা ভাগ করে নিতে পারি। যে কয় দিন ছুটি থাকে সেই সময়টা আমরা কাজে লাগাতে পারি। বাচ্চারাও রাগ করতে পারে, তারা মনে করতে পারে তাদের ছুটি কমে গেল।’

তিনি বলেন, ‘আমরা ছুটির সময়টা প্রশিক্ষণের জন্য ভাগ করে নেব।

এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা আছে, বিষয় অনেক ডিটেইলস।’তিনি আরো বলেন, ‘আমরা প্রাইমারি স্কুলে আরো বেশি গুরুত্ব দিতে চাই। শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, বর্তমানে এনাফ (যথেষ্ট) নয়।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স