Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত, প্রেম করব কীভাবে : দীঘি

বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত, প্রেম করব কীভাবে : দীঘি ছবি : সংগৃহীত
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রেম ও ব্যক্তিগত অনুভূতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ঢালিউড সিনেমার অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রশ্নোত্তর পর্বে কাজ করতে গিয়ে কারো প্রেমে পড়েছেন কখনো? 

এমন প্রশ্নের জবাবে দীঘি বলেন, ‘প্রেম করব কীভাবে, সব নায়ক তো বিবাহিত! আমি যখনই কোনো সেটে যাই, দেখি বেশির ভাগ নায়কই এনগেজড বা বিবাহিত। এমনকি ইন- আ-রিলেশনশিপ স্ট্যাটাসে থাকা নায়কদের সাথেই বেশি কাজ হয়েছে। তাই কাজ করতে গিয়ে এমন কিছু অনুভব করার সুযোগই হয়নি। আমি সবসময় নিজের ফোকাস কাজের ওপর রাখি। যাতে কোনো ব্যক্তিগত অনুভূতি শুটিং সেটে প্রভাব না ফেলে সেদিকে লক্ষ্য রাখি।' 

ঢাকাই চলচ্চিত্রে দীঘি একজন সাবেক শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি পুরোদমে নায়িকা হিসেবে কাজ করছেন। স্পষ্ট বক্তব্য এবং সরাসরি পয়েন্টে কথা বলার জন্য তিনি নতুন প্রজন্মের কাছে প্রশংসিত।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স