Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশের ব্যাটাররা

‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপছে বাংলাদেশের ব্যাটাররা ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের প্রথম দিনের শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে একের একের পর এক উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ২০ এপ্রিলর (রবিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩১ রানের জুটি গড়েন তারা।

তবে মাত্র ১ রানের ব্যবধানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সাদমান ২৩ বলে ১২ ও জয় ৩৫ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর শান্ত ও মুমিনুল মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

জিম্বাবুয়ের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

তবে বিরতি থেকে ফিরেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শান্ত ৪০, মুশফিকুর রহিম ৪, মেহেদী হাসান মিরাজ ১ ও তাইজুল ইসলাম ৩ রান করে আউট হন। 

এই উইকেট হারানোর মিছিলের মাঝে ফিফটির দেখা পান মুমিনুল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৫৬ রান করেন সাজঘরে ফিরে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৪ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স