Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮ ছবি সংগৃহীত
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার পর সেটি উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ১৪৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমের কঙ্গো নদীতে উল্টে যাওয়ার সময় নৌকাটিতে নারী-শিশুসহ প্রায় ৫০০ আরোহী ছিল।

গত শুক্রবার (১৮ এপ্রিল) কঙ্গোর একাধিক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহের নৌকা দুর্ঘটনায় এখনো কয়েকশ নিখোঁজ রয়েছে। এইচবি কঙ্গোলো নামের ওই নৌকাটি মাতানকুমু বন্দর ছেড়ে বোলোম্বা অঞ্চলের দিকে যাওয়ার সময় এমবানদাকা শহরের কাছে তাতে আগুন ধরে যায়।

নৌযানটিতে এক নারীর রান্না থেকেই এই আগুনের সূত্রপাত বলে দেশটির নদী কমিশনার কম্পিতেন্ত লয়োকো জানিয়েছেন। তার ভাষ্য, সাঁতার না জানা অনেক নারী-শিশু নদীতে ঝাঁপিয়ে পড়ার পর তাদের মৃত্যু হয়। জীবিত উদ্ধার প্রায় ১০০ জনকে স্থানীয় টাউন হলে অস্থায়ীভাবে বানানো এক আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অগ্নিদগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কঙ্গোতে প্রায়ই নৌকা দুর্ঘটনার খবর পাওয়া যায়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স