প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ড. অনামিকা রায় এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এবার বেশ কিছুদিন এখানে থাকবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তার গানের অনেক ভক্ত রয়েছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে। নিউইয়র্কের বাংলাদেশিদের কাছে তার অনেক জনপ্রিয়তা রয়েছে।
এই শিল্পীর সম্মানে আশা রেকর্ডসের সৌজন্যে গত ৫ এপ্রিল লং আইল্যান্ডে আশা গ্রুপের কর্ণধার ম্যানশন পার্টি হল আকাশ রহমানের বাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ড. অনামিকা রায় একে একে বেশ কয়েকটি সংগীত পরিবেশন করেন। তার মায়ারী ও সুরেলা কণ্ঠের জাদু দর্শক ও শ্রোতাদের বিমোহিত করে। প্রবাসে ড. অনামিকার এ ধরনের সংগীতানুষ্ঠানের আয়োজন করার কারণে অনেক প্রবাসী তার গান শোনার সুযোগ পেয়েছে। কমিউনিটির অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
আকাশ রহমানের লং আইল্যান্ডের বাসায় এই অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটার কিছুটা পরে। শেষ হয় রাত বারোটায়। তিনি ছাড়াও অনুষ্ঠানে আরও বেশ কয়েকজন শিল্পী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত একজন দর্শক খলিলুর রহমান বলেন, অনামিকা রায়ের সংগীতানুষ্ঠান ছিল খুবই চমৎকার। তিনি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন তার গান দিয়েছে। আমি যতটুকু জানি, তিনি এখানে বেশ কিছুদিন থাকবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। আমি তার একজন ভক্ত। এ ধরনের একটি অনুষ্ঠান করার জন্য আকাশ রহমান ও এশা রহমানকে ধন্যবাদ।